সেই রুডি জুলিয়ানির আইন পেশার নিবন্ধন স্থগিত

আইনজীবী রুডি জুলিয়ানি।
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে ২০২০ সালে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে যারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে ছিলেন তাদের অন্যতম আইনজীবী রুডি জুলিয়ানি। কিন্তু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালত তার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিলেন। আদালত জানিয়েছেন, গত নির্বাচন নিয়ে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করায় রুডি জুলিয়ানির নিবন্ধন স্থগিত করা হয়েছে। ফলে তিনি আপাতত আর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন না।

যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ওই আদেশে নিউইয়র্কের আদালতের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বলেছেন, রুডি জুলিয়ানি যা করেছেন তাতে জনস্বার্থ হুমকির মুখে পড়েছে।

ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন রুডি জুলিয়ানি। এ ছাড়া নিউইয়র্কের মেয়রও ছিলেন তিনি। গত বছরের নির্বাচনের পরপরই ট্রাম্প যখন অভিযোগ তোলেন, নির্বাচনে কারচুপি হয়েছে তখন থেকেই তার পাশে ছিলেন রুডি জুলিয়ানি। এ জন্য সমালোচিতও হয়েছেন তিনি। কিন্তু বৃহস্পতিবার আদালত যে সিদ্ধান্ত জানিয়েছেন তা জুলিয়ানির জন্য বড় ধাক্কা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারণ ‘দুর্দান্ত এবং সুদক্ষ’ আইনজীবী হিসেবে বিবেচনা করা হতো তাকে।

যদিও বিগত কয়েক বছরে জুলিয়ানির ভাবমূর্তি বেশ সংকটের মুখে পড়েছে। কারণ জুলিয়ানির অপরাধও তদন্ত হয়েছে। সম্ভাব্য অবৈধ তদবিরের অভিযোগ জুলিয়ানির বিরুদ্ধ তদন্ত চালিয়েছে ম্যানহাটন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, নিউইয়র্কের আদালতের এই আদেশের পর ট্রাম্প ৭৭ বছর বয়সী এই আইনজীবীর পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প। জুলিয়ানিকে ‘মহান দেশপ্রেমিক’ বলেছেন তিনি।

এদিকে আদালতের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন জুলিয়ানির আইনজীবীরা। তার দুই আইনজীবী জন লেভেনথাল এবং ব্যারি কামিন্স এক বিবৃতিতে বলেছেন, তাঁরা আদালতের সিদ্ধান্তে হতাশ। জুলিয়ানি এমন কিছু করেননি যা জনস্বার্থের জন্য হুমকির। এ প্রসঙ্গে সিএনএনের আইনবিষয়ক বিশ্লেষক ইলি হনিগ বলেন, এমন ধরনের সিদ্ধান্ত অস্বাভাবিক।

তবে যেসব তথ্য উপাত্তের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো সবই নির্বাচন সংক্রান্ত। আদালত বলেছেন, কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন জুলিয়ানি।

জুলিয়ানির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছিল বেশ আগেই। চলতি বছরের শুরুর দিকে নিউইয়র্ক স্টেট বার অ্যাসোসিয়েশন একটি চিঠি দিয়েছিলেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দুই সদস্য টেড লিউ ও মনডায়ের জোনস। তাদের দাবি ছিল, আইনজীবী রুডি জুলিয়ানির বিরুদ্ধে তদন্ত করা হোক এবং তাঁকে অযোগ্য ঘোষণা করা হোক। ক্যাপিটল হিল হামলার আগে ট্রাম্প সমর্থকদের উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এমন পদক্ষেপের দাবি জানিয়েছিলেন তারা।