ইতিহাসের এই দিনে: প্রথম আইফোনের মডেল উপস্থাপন

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৯ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

স্টিভ জবসের হাতে প্রথম আইফোনছবি: রয়টার্স

সময়টা ২০০৭ সালের ৯ জানুয়ারি, মার্কিন উদ্যোক্তা স্টিভ জবস প্রথম আইফোনের মডেল উপস্থাপন করেন। ক্যামেরা ও ইন্টারনেট ব্রাউজার যুক্ত ছিল এতে। ওই বছর টাইম ম্যাগাজিন একে ‘বছরের সেরা উদ্ভাবন’ বলে চিহ্নিত করে।

চালু হয় বিশ্বের প্রথম সার্কাস

১৭৬৮ সালের ৯ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে ঘোড়সওয়ার ফিলিপ অ্যাস্টলে সার্কাসের আসর বসান। ঘোড়ার নানা কসরত দেখানো হয় সেখানে। বিশ্বের প্রথম আধুনিক সার্কাস বলা হয় এ আয়োজনকে।

মিসরে বাঁধ নির্মাণ শুরু

মিসরের নীল নদে নির্মাণ করা একটি বাঁধ আসওয়ান হাই ড্যাম। ১৯৬০ সালের এদিনে বাঁধটির নির্মাণকাজ শুরু হয়। শেষ হতে বছর চারেক সময় লাগে। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় বাঁধগুলোর একটি এটি।

সিমোন দ্য বোভোয়ারের জন্মদিন

বিখ্যাত ফরাসি চিন্তাবিদ, লেখক ও নারী অধিকারকর্মী সিমোন দ্য বোভোয়ার। তিনি তাঁর বইয়ে লিখেছিলেন, পুরুষের মতো নারীরও সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। আজ সিমোনের জন্মদিন। ১৯০৮ সালের এদিনে তাঁর জন্ম।