‘নজিরবিহীন’ দাবানলে পুড়ছে কানাডার আলবার্টা, জরুরি অবস্থা জারি

আলবার্টা প্রদেশের ১১০টি জায়গা দাবানলে পুড়ছে
ছবি: রয়টার্স

কানাডার আলবার্টা প্রদেশে দাবানলের কারণে গতকাল শনিবার প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার এবং ক্ষমতাসীন ইউনাইটেড কনজারভেটিভ পার্টির (ইউসিপি) প্রধান ড্যানিয়েল স্মিথ বলেছেন, হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়েছে।

আলবার্টার এ দাবানলকে ‘নজিরবিহীন’ বলেও উল্লেখ করেছেন তিনি।
গতকাল মাউন্টেন সময় বিকেল ৫টা নাগাদ আলবার্টার ২৪ হাজারের বেশি বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। প্রদেশজুড়ে ১১০টি জায়গা দাবানলে পুড়ছে। ৩৬টি জায়গার দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।  

আলবার্টার দাবানলবিষয়ক তথ্যকেন্দ্রের ব্যবস্থাপক ক্রিস্টি টাকার গতকাল বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য এটি অত্যন্ত চ্যালেঞ্জের দিন।’ মৌসুমের শুরুর দিকে এত বড় দাবানলের ঘটনা বিরল বলেও উল্লেখ করেন তিনি।

ইতিমধ্যে কুইবেক এবং অন্টারিও থেকেও দমকলকর্মীদের এনে আলবার্টায় মোতায়েন করা হয়েছে।

দাবানলের কারণে আলবার্টার ড্রেটন ভ্যালি শহরের সাত হাজার বাসিন্দার সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। ফক্স লেকের ৩ হাজার ৬০০ বাসিন্দাকেও সরানো হয়েছে। ফক্স লেকে ১ হাজার ৪৫৮ হেক্টর জায়গা দাবানলে পুড়ছে। ইতিমধ্যে ২০টি বাড়ি এবং স্থানীয় পুলিশস্টেশন আগুনে পুড়ে গেছে।

স্মিথ বলেন, চলতি বছরের এ পর্যন্ত ৪৩ হাজার হেক্টর পরিমাণ জায়গা দাবানলে পুড়ে গেছে।