৭২ বছর বয়সে নতুন সঙ্গী

বয়স্ক অ্যালবাট্রস উইজডমের ডিম ফুটে বাচ্চা বেরিয়েছেছবি: এক্স থেকে

বিশ্বের সবচেয়ে বয়স্ক সামুদ্রিক পাখি হিসেবে পরিচিত অ্যালবাট্রসটির নাম উইজডম। সম্প্রতি উত্তর প্রশান্ত মহাসাগরে মিডওয়ে অ্যাটল-জাতীয় বন্য প্রাণীর আশ্রয়স্থলে নতুন এক সঙ্গীর সঙ্গে দেখা গেছে সেটিকে। সামুদ্রিক এ পাখিকে তার ব্যান্ড নম্বর জেড ৩৩৩ দিয়ে শনাক্ত করা যায়। ধারণা করা হয়, পাখিটির বয়স ৭২ বছর।

উইজডম নামের এই সামুদ্রিক পাখিকে নভেম্বর মাসে ডিম পাড়ার মৌসুমের পর থেকে মাঝেমধ্যে নতুন সঙ্গীর সঙ্গে দেখা গেছে। এর মধ্যে গত মার্চ মাসে তাকে প্রথম সঙ্গী খুঁজতে দেখা যায়। এ ধরনের পাখি সাধারণত দীর্ঘ সময় একটি সঙ্গীর সঙ্গেই কাটায়। উইজডমের দীর্ঘদিনের সঙ্গী ছিল আকেয়াকামাই নামের আরেকটি অ্যালবাট্রস। কিন্তু কয়েক মৌসুম ধরে তাকে আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, পাখিটি মারা গেছে।

বন্য প্রাণী বিষয়ে বিশেষজ্ঞ জীববিজ্ঞানী জোনাথন প্লিজনার বলেন, সামুদ্রিক অ্যালবাট্রস দীর্ঘদিন বাঁচে। প্রতিবছর সামুদ্রিক অ্যালবাট্রস একটি করে ডিম পাড়ে। উইজডমও গত ডিসেম্বরে একটি ডিম পেড়েছে।

ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসকে বিজ্ঞানী প্লিজনার বলেন, গত মার্চে নতুন সঙ্গীর সঙ্গে দেখা যায় উইজডমকে। বয়স বেশি হলেও এ সময় তাকে বেশ সক্রিয় দেখা গেছে।

১৯৫৬ সালে প্রথমবার ডিম পাড়ার পর জীববিজ্ঞানীদের চোখে পড়ে উইজডম। এ ধরনের সামুদ্রিক পাখির বয়স পাঁচ বছর না হলে সেটি ডিম পাড়ে না।

বিজ্ঞানীরা ধারণা করেন, উইজডম এখন পর্যন্ত ৫০ থেকে ৬০টি ডিম পেড়েছে আর তা থেকে কমপক্ষে ৩০টি বাচ্চা ফুটেছে।

প্রতিবছর লাখো সামুদ্রিক পাখি মিডওয়ে অ্যাটল ন্যাশনালে ওয়াইল্ডলাইফ নামের এই আশ্রয়স্থলে বাসা তৈরি ও বাচ্চাদের বড় করতে আসে। এটি লাখো সামুদ্রিক পাখির অভয়াশ্রম বলে এখানকার ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। কয়েক বছর আগে ফক্স নিউজ ডিজিটাল উইজডমকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। তাতে বলা হয়, ডিম পাড়ার মৌসুম ছাড়া পাখিটি অধিকাংশ সময় সমুদ্রে কাটায়। এটি স্কুইড, মাছের ডিম প্রভৃতি খেয়ে থাকে।

আগে বিজ্ঞানীরা অনেক অ্যালবাট্রস

পাখির ওপর নজর রাখতে অ্যালুমিনিয়ামের ব্যান্ড পরান জীববিজ্ঞানীরা। কিন্তু এগুলো বালু ও সমুদ্রের পানিতে নষ্ট হয়ে যায়। কিন্তু উইজডমের ক্ষেত্রে তা ঘটেনি। জীববিজ্ঞানী চ্যান্ডলার রবিনস ১৯৫৬ সালে উইজডমকে ব্যান্ড পরান। পরে বিশেষজ্ঞরা কয়েকবার উইজডমের ব্যান্ড বদলে দিয়েছেন।