ফকল্যান্ডে আর্জেন্টিনার অভিযান
আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চলে ফকল্যান্ড দ্বীপের অবস্থান। এই ভূখণ্ড নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ বেশ পুরোনো। যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে দ্বীপটি। ১৯৮২ সালের এই দিনে ফকল্যান্ড দ্বীপে সামরিক অভিযান শুরু করে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে সূচনা ফকল্যান্ড যুদ্ধের।
বেসবলের পেশাদার ম্যাচে প্রথম নারী
বিশ্বের বিভিন্ন দেশে বেসবল বেশ জনপ্রিয় খেলা। একসময় বেসবল খেলায় পুরুষের আধিপত্য ছিল। পরে নারীরাও বেসবল মাঠে নামেন। ১৯৩১ সালের এ দিনে বেসবল খেলেন পিচার জ্যাকি মিচেল নামের এক নারী। যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি পেশাদার ম্যাচে বেসবল খেলতে নেমে সাড়া ফেলে দেন তিনি।
হেইলি সেলাসির ক্ষমতারোহণ
আফ্রিকার দেশ ইথিওপিয়ার শাসক হেইলি সেলাসি। আধুনিক ইথিওপিয়ার জনক বলা হয় তাঁকে। দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করতে পারার জন্য তাঁর বেশ খ্যাতি ছিল।
দাসব্যবস্থার অবসান ঘটানো ও দেশের প্রথম লিখিত সংবিধান প্রণয়নের জন্য হেইলি সেলাসির সুনাম রয়েছে। ১৯৩০ সালের এই দিনে ক্ষমতায় বসেন এই শাসক।
হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের জন্ম
সাড়া জাগানো সাহিত্যিক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন। দ্য লিটল মারমেইড, স্নো গার্লসহ সাড়া জাগানো বিভিন্ন গল্প লিখে আলোচিত হয়েছেন ডেনমার্কের এই লেখক। ১৮০৫ সালের এই দিনে হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের জন্ম। তাঁর জন্মদিন ইন্টারন্যাশনাল চিলড্রেনস বুক ডে হিসেবে উদ্যাপন করা হয়।