আমার সঙ্গে কথা বলবেন না, কারণ আমি...

স্টিভ বিংহ্যামের পোস্ট করা এই ছবি নজর কাড়ে সবার
ছবি: টুইটার থেকে

নামের পাশে ‘পিএইচডি’ পদবি লাগাতে পাড়ি দিতে হয় এক কঠিন পথ। পড়াশোনা, গবেষণা, তথ্য–উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ—সব মিলিয়ে ধকলটা কম যায় না। এসব কাজে যদি বিলম্ব হয়, তাহলে ডিগ্রি লাভেও ঝক্কি বাড়ে। একই সমস্যায় রয়েছেন স্টিভ বিংহ্যাম নামের এক ব্যক্তি। তবে ঝামেলা এড়াতে ভিন্ন ফন্দি এঁটেছেন তিনি।

সম্প্রতি টুইটারে একটি পোস্ট ইন্টারনেট ব্যবহারকারীদের নজর কাড়ে। পোস্টটি করেন স্টিভ বিংহ্যাম। পোস্টে যুক্ত করা একটি ছবিতে তিনি লেখেন, ‘অনুগ্রহ করে আমার সঙ্গে কথা বলবেন না। আমি পিএইচডির কাজ করছি। যদি আমার সঙ্গে কথা বলেন, তাহলে আমি কিন্তু গল্প করা থামাতে পারব না। কারণ, আমি কাজে ভীষণ রকমের ঢিলা। দরকার পড়লে ই-মেইল করবেন। ধন্যবাদ।’

৪ অক্টোবর টুইটার অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন বিংহ্যাম। ওই অ্যাকাউন্টে দেওয়া তথ্য বলছে, তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিজনেস স্কুলের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক। পিএইচডি করছেন ইউনিভার্সিটি অব লিডসে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, পিএইচডির প্রত্যেক শিক্ষার্থীর কোনো না কোনো পর্যায়ে এই কৌশলের আশ্রয় নিতে হবে।

স্টিভ বিংহ্যামের সঙ্গে একমত পিএইচডি ডিগ্রি নিতে গবেষণা করছেন বা করেছেন—এমন অনেকে। তাঁরাও একই পরিস্থিতির মুখে পড়েছিলেন বলে জানিয়েছেন। টুইটারে ওই পোস্টে এমন একজন মন্তব্য করেন, ‘পিএইচডি করার সময় আমার তত্ত্বাবধায়কের সঙ্গেও একই কাজ করা উচিত ছিল। তিনি বেলা ১১টার সময় আসতেন, আর বিকেল ৫টা-৬টা পর্যন্ত বকবক করেই যেতেন। আমি জানি না, কীভাবে গবেষণার কাজ শেষ করেছিলাম।’ আরেকজন লিখেছেন, ‘আমিও একই কাজ করেছিলাম। এই পোস্ট আমাকে অতীতে নিয়ে গেল।’ একজন আবার বিংহ্যামের কৌশলের প্রশংসা করে লিখেছেন, ‘এটা অসাধারণ। যথার্থ জবাব। আপনি একেবারে উড়িয়ে দিয়েছেন।’