বরফে ঢাকা উত্তর মেরুতে প্রথম বিমান সফর

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১২ মে। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে : আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

বরফে আচ্ছাদিত উত্তর মেরুতে যাতায়াত একসময় ভীষণ বিপৎসংকুল ছিল
প্রতীকী ছবি: রয়টার্স

বরফে আচ্ছাদিত উত্তর মেরুতে যাতায়াত একসময় ভীষণ বিপৎসংকুল ছিল। ১৯২৬ সালের এই দিনে প্রথম উড়োজাহাজ যায় উত্তর মেরুতে। এর নাম ছিল নরগে। এই ফ্লাইটে ছিলেন নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড অ্যামান্ডসেন, মার্কিন পাইলট লিংকন অ্যালাসওর্থ, ইতালির প্রকৌশলী আমবার্তো নোবিল এবং আরও ১৩ জন ক্রু।

চালু হয় প্রথম ট্রাম

একসময় গণপরিবহন হিসেবে বেশ জনপ্রিয় ছিল ট্রাম। ১৮৮১ সালের এই দিনে জার্মানির বার্লিনে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রাম চালু হয়। চলাচল করত আড়াই কিলোমিটার বা প্রায় দেড় মাইল পথে। চালুর প্রথম তিন মাসে এই বৈদ্যুতিক ট্রাম মোট ১২ হাজার যাত্রী পরিবহন করে।

সিংহাসনে বসেন রানি মারিয়া

রানি মারিয়া থেরেসা ছিলেন বোহেমিয়া বা এখনকার চেক প্রজাতন্ত্রের শাসক। বোহেমিয়ার শাসক রাজা ষষ্ঠ চার্লসের মেয়ে তিনি। ১৭৪৩ সালের এই দিনে সিংহাসনে বসেন মারিয়া। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী শাসক পায় বোহেমিয়া। চার দশক ধরে শাসনকার্য পরিচালনা করেছেন তিনি।

প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটার

জেড৩—বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় বা অটোম্যাটিক কম্পিউটার। জার্মানির উদ্ভাবক কনরাড জুসি প্রথম এই কম্পিউটার প্রকাশ্যে আনেন। সময়টা ১৯৪১ সালের এই দিনে। বার্লিনের জার্মান ল্যাবরেটরি ফর এভিয়েশনে প্রথমবারের মতো এই কম্পিউটার প্রদর্শন করা হয়।

২০০২ সালের মে মাসে জিমি কার্টারকে কিউবায় স্বাগত জানিয়ে করমর্দন করছেন ফিদেল কাস্ত্রো
ছবি: রয়টার্স

কিউবা সফরে জিমি কার্টার

স্নায়ুযুদ্ধের সময় পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে সমাজতান্ত্রিক কিউবার বিরোধ চরমে পৌঁছেছিল। এরও আগে ১৯৫৯ সালে সফল বিপ্লবের মধ্য দিয়ে কিউবায় ক্ষমতায় বসেন ফিদেল কাস্ত্রো। ঘরের পাশে ফিদেলের কিউবাকে যেন কিছুতেই মেনে নিতে পারছিল না ওয়াশিংটন। তবে বর্তমান শতকে যুক্তরাষ্ট্র–কিউবার সম্পর্কে বরফ গলতে শুরু করে। ২০০২ সালের এই দিনে কিউবা সফরে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। ফিদেলের ক্ষমতায় বসার পর এটাই কোনো মার্কিন নেতার প্রথম কিউবা সফর।

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম

ইতালিতে জন্ম নেওয়া নার্স (সেবিকা) ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ক্রিমিয়ান যুদ্ধে আহত সেনাদের সেবা করে ইতিহাসে অমর হয়ে রয়েছেন এই নারী। তাঁর হাত ধরে নারীদের জন্য নার্সিং একটি সম্মানজনক পেশায় পরিণত হয়। ইতালির ফ্লোরেন্স শহরে ১৮২০ সালের এই দিনে জন্ম নেন মহীয়সী নারী। তাঁর মৃত্যু হয় লন্ডনে, ১৯১০ সালের ১৩ আগস্ট।

আরও পড়ুন
আরও পড়ুন