একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আজ বিশ্বে আলোচিত বিষয় পাকিস্তানের সাধারণ নির্বাচন। এ ছাড়া ইরাক, যুক্তরাষ্ট্র, মরক্কোসহ আরও কিছু দেশের উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

পাকিস্তানের নির্বাচনকে কেন্দ্র করে লাহোরে সতর্ক অবস্থানে পুলিশ
ছবি: এএফপি

পাকিস্তানে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। পাকিস্তানের নির্বাচন কমিশনের হিসাব অনুসারে, এবারের নির্বাচনের জন্য ১২ কোটি ৮০ লাখের বেশি নিবন্ধিত ভোটার আছেন। ২৬৬ আসনে মোট ৫ হাজার ১২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটকেন্দ্রের সামনে ভোটারদের সারি। ৮ ফেব্রুয়ারি, ইসলামাবাদ, পাকিস্তান
ছবি: এএফপি

জাতীয় পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পাকিস্তানে মুঠোফোন সেবা সাময়িক স্থগিত রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের দিনে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা বন্ধ থাকা বা গতি কম থাকার খবর জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস।

ইমরান খান ও বুশরা বিবি
ফাইল ছবি: এক্স থেকে নেওয়া

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। আজ সেখান থেকেই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন তিনি। একই উপায়ে ভোট দিয়েছেন ইমরানের দল পিটিআইসহ বিভিন্ন রাজনৈতিক দলের কারাবন্দী নেতারা। তাঁদের মধ্যে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি, আওয়ামী মুসলিম লীগের প্রধান শেখ রশিদ ও সাবেক তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী।

ড্রোন দিয়ে পূর্ব বাগদাদে হামলাটি চালানো হয়
ছবি: রয়টার্স

এদিকে ইরাকে গতকাল বুধবার মার্কিন বিমান হামলায় ইরানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়ে বলেছে, অঞ্চলটিতে (মধ্যপ্রাচ্য) মার্কিন সেনাদের ওপর হামলায় সশস্ত্র গোষ্ঠীটি জড়িত ছিল। গত ২৮ জানুয়ারি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়। এ হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। আহত হন ৩০ জনের বেশ মার্কিন সেনা।

এ অভিযানে বৈজ্ঞানিক যন্ত্রাংশগুলো সরবরাহের জন্য ইনশুইটিভ মেশিনসকে ১০ কোটি ডলারের বেশি অর্থ পরিশোধ করেছে নাসা
এএফপি ফাইল ছবি

চাঁদে নতুন করে নভোযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে (ভ্যালেন্টাইনস ডে) বেছে নেওয়া হয়েছে। গতকাল বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসা এ কথা জানিয়েছে। আগের চন্দ্রাভিযানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার এক মাসের কম সময়ের মধ্যে নতুন করে এ নভোযান পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্নতাত্ত্বিক আনাস সেদরাতি এক লাখ বছর আগের মানুষের পদচিহ্ন পরীক্ষা করছেন
ছবি: এএফপি

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় প্রায় এক লাখ বছর আগের মানুষের পদচিহ্ন পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। সেখানকার লারাচে উপকূলে মানুষের ৮০টির বেশি পদচিহ্ন পাওয়া গেছে। বৈজ্ঞানিক সাময়িকী নেচার-এ গত জানুয়ারিতে এ নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।