গোপন গুহায় সবচেয়ে পুরোনো মুদ্রিত বই

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১১ মে। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রতীকী ছবি
এএফপি

চীনে বইটি মুদ্রিত হয়েছিল। নাম ‘ডায়মন্ড সূত্র’। ধারণা করা হয় যে বইটির মুদ্রণকাল ৮৬৮ সাল। এতে বৌদ্ধধর্মের বিভিন্ন পবিত্র বাণী লেখা রয়েছে। ১৯০০ সালের এ দিনে চীনের দানহুয়াংয়ের একটি গোপন গুহায় বইটি খুঁজে পাওয়া যায়। এই বইকে বিশ্বের সবচেয়ে পুরোনো মুদ্রিত বই বলে ধরা হয়।

সাইকেল চালিয়ে অনন্য রেকর্ড গড়েছিলেন হেনরি দেসগ্রাঞ্জে
প্রতীকী ছবি: রয়টার্স

সাইকেলে ঘণ্টায় ৩৫ কিলোমিটার পাড়ি

ফরাসি সাইক্লিস্ট হেনরি দেসগ্রাঞ্জে। সাইকেল চালিয়ে অনন্য একটি রেকর্ড গড়েন তিনি। ১৮৯৩ সালের এই দিনে এক ঘণ্টা সাইকেল চালিয়ে ৩৫ দশমিক ৩২৫ কিলোমিটার (২১ মাইলের বেশি) পথ পাড়ি দেন তিনি। ফ্রান্সের প্যারিসের ভেলোদ্রোম বাফেলো সাইকেল ট্র্যাকে এই কীর্তি গড়েন হেনরি। তাঁর আগে আর কোনো সাইক্লিস্ট মাত্র এক ঘণ্টায় এতটা পথ পাড়ি দিতে পারেননি।

সালভাদর দালির জন্ম

প্রখ্যাত পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালি। ১৯০৪ সালের এই দিনে স্পেনে তাঁর জন্ম। দালি একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, গ্রাফিকস ডিজাইনার। দালি তাঁর শিল্পকলায় নতুন এক জগৎ সৃষ্টি করেছিলেন।

রাজধানী কনস্টানটিনোপল

একসময় প্রাচীন রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টানটিনোপল। সম্রাট কনস্টেনটাইনের হাতে এই শহর রাজধানী হিসেবে মর্যাদা পায়। সময়টা ৩৩০ সালের এ দিনে। আগে এ শহরের নাম ছিল বাইজেনন্টিয়াম। রাজধানী হওয়ার পর এর নাম বদলে কনস্টানটিনোপল রাখা হয়। বর্তমানে শহরটি পড়েছে তুরস্কে। নাম ইস্তাম্বুল।

অদূর ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে ভারত
ফাইল ছবি: রয়টার্স

ভারতের জনসংখ্যা শতকোটি ছুঁয়ে যায়

বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলোর একটি ভারত। ২০০০ সালের এই দিনে প্রথমবারের মতো ভারতের মোট জনসংখ্যা ১০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যায়।