২৮১৬ কিমি রেলপথের কাজ শেষের আনুষ্ঠানিকতায় সোনার পেরেক

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১০ মে। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

যুক্তরাষ্ট্রের ওমাহা থেকে সাক্রামেন্টো পর্যন্ত দীর্ঘ এই রেলপথের নির্মাণকাজ শেষ হয় ১৮৬৯ সালে
প্রতীকী ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ওমাহা থেকে পশ্চিমাঞ্চলের সাক্রামেন্টো অবধি দীর্ঘ রেলপথের দৈর্ঘ্য দুই হাজার ৮১৬ কিলোমিটার। দেশটির প্রথম ট্রান্সকন্টিনেন্টাল রেলপথ বলা হয় এটিকে। ১৮৬৯ সালের এ রেলপথের কাজ শেষ হওয়ার দিনে শেষ পেরেক হিসেবে ১৮ ক্যারেটের একটি সোনার পেরেক ব্যবহার করা হয়। যদিও পরে সেখানে লোহার একটি পেরেক ব্যবহার করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ এই রেলপথের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল
ছবি: রয়টার্স

‘যুদ্ধনেতা’ চার্চিল

দুই মেয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ১৯৪০ সালের এই দিনে তিনি প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হন। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে চার্চিলের অন্যতম সফলতা ধরা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীকে সফলভাবে এগিয়ে নেওয়া। প্রথম মেয়াদে ১৯৪৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী চার্চিল দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন ১৯৫১ সালে।

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা
ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট হন নেলসন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টও তিনি। ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের পর ১৯৯৪ সালের এই দিনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

অ্যাথলেট মেরলিন ওটের জন্ম

১৯৬০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন জ্যামাইকান–স্লোভেনিয়ান অ্যাথলেট মেরিলন ওটের। এই নারী অ্যাথলেট ১৯৮০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেন।