মানুষকে জড়িয়ে ধরল হস্তীশাবক
একটি মাঠে বসে আছেন দুজন নারী–পুরুষ। হঠাৎ পেছন থেকে একটি হস্তীশাবক শুঁড় দিয়ে তাঁদের জড়িয়ে ধরে, যেন বহুদিন পর বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা! এ ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে (ভাইরাল) হয়েছে।
গত রোববার অ্যামেইজিং নেচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাদের ভেরিফায়েড অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে। মুহূর্তে সেটি ভাইরাল হয়। গতকাল সোমবার পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ হস্তীশাবকের আদুরে ওই কাণ্ডের ভিডিওটি দেখেছেন।
তবে ঘটনাটি কোথায় ঘটেছে, ভিডিওতে বা পোস্টে তার উল্লেখ করা হয়নি। ভিডিওতে দেখা যায়, ওই নারী ও পুরুষ একটি মাঠে বসে আছেন, পাশে আছেন আরও কয়েকজন। একটি হস্তীশাবক এক পর্যায়ে পুরুষ লোকটির কাঁধের ওপর তার সামনের দুই পা তুলে দেয়, যেন তাঁর কাঁধে চড়তে চাইছে। ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘হস্তীশাবকেরা ভাবে, মানুষেরা খুব কিউট, তাই তাদের জড়িয়ে ধরতে চায়!’
হস্তীশাবকের এই কাণ্ডে ওই পুরুষ বা নারী একটুও বিচলিত হননি। বরং তাদের মন খুলে হাসতে দেখা যায়। হস্তীশাবকের জড়িয়ে ধরার বিষয়টি তাঁরা উপভোগ করেন।
ভিডিওটির নিচে অনেক মানুষ মজার মজার নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘হস্তীশাবকেরা মনে করে মানুষ খুবই আদুরে এবং আমাদের জড়িয়ে ধরতে চায়।’ আরেকজন ব্যবহারকারীর মন্তব্য, ‘হস্তীশাবকটি নিজেই জানে না সে কতটা বড়, এটা সত্যিই খুব মিষ্টি।’ অন্য একজন লিখেছেন, ‘হস্তীশাবকেরা কি বুঝতে পারে তারা কত বিশাল?’ আরেক ব্যক্তির মন্তব্য, ‘আজকের দিনটা ভীষণ বিরক্তিকর মনে হচ্ছিল, তখনই এই ভিডিও এসে আমার মন ভালো করে দিল।’