অস্ট্রেলিয়ায় ফেসবুকে ফিরল সংবাদ

একটি আলোচিত আইনের বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতার পর ফেসবুক দেশটিতে ফের সংবাদ আধেয় চালু করল
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা ফেসবুকে আবার খবর দেখতে পাচ্ছেন। একটি আইনকে কেন্দ্র করে দেশটির সরকরের সঙ্গে বিরোধের জেরে কয়েক দিন এ সুযোগ থেকে সেখানকার মানুষকে বঞ্চিত রেখেছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আজ শুক্রবার অস্ট্রেলিয়ার ফেসবুক ব্যবহারকারীরা এই সুযোগ ফিরে পান। আলোচিত আইনটির বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতার পর ফেসবুক দেশটিতে ফের সংবাদ আধেয় চালু করল।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো আজ সকাল থেকেই তাদের ফেসবুক পেজ আবার আপডেট করতে পারছে। তারা তাদের ফেসবুক পেজে খবর শেয়ার বা লিংক পোস্ট করতে পারছে। এ ছাড়া অস্ট্রেলিয়ার সাধারণ ব্যবহারকারীরা এখন ফেসবুকে সংবাদ আধেয় দেখতে পাচ্ছেন। সংবাদ শেয়ার করতে পারছেন।

আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে ১৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় সব সংবাদ আধেয় ‘বন্ধ’ করে দেয় ফেসবুক। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতার পর ফেসবুক দেশটিতে সংবাদ আধেয় চালুর সিদ্ধান্ত নেয়। আজ তারা সিদ্ধান্ত কার্যকর করল।

সংবাদ আধেয় প্রকাশের জন্য স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানকে ফেসবুক-গুগলের মতো বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের অর্থ দেওয়ার বিধি রেখে প্রণীত আইনটি গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে পাস হয়। মূলত সমঝোতার আলোকে আইনটি পাস করা হয়।

আইনটি পাসের ফলে ফেসবুক-গুগলের মতো প্রযুক্তি জায়ান্ট তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদ আধেয় প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠানকে অর্থ দেবে।

অস্ট্রেলিয়া সরকার বলছে, আইনটি সংবাদ ব্যবসার ক্ষেত্রে ন্যায্য পারিতোষিক নিশ্চিত করবে। জনস্বার্থ সাংবাদিকতাকে সহায়তা করবে।

নতুন আইনে সংবাদ আধেয়র জন্য অর্থ পরিশোধের ক্ষেত্রে চুক্তির সুযোগ আছে। গুগল ইতিমধ্যে অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে উপনীত হয়েছে।

ফেসবুকও এ ক্ষেত্রে গুগলকে অনুসরণ করছে। তারা অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যম কোম্পানির সঙ্গে সম্ভাব্য চুক্তির ঘোষণা দিয়েছে।

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট পাস হওয়া আইনটিকে ঐতিহাসিক হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ, এখন বিশ্বের অন্যান্য দেশেও একই মডেল অনুসরণের সুযোগ তৈরি হবে।

গুগলের শোকেসে যেসব সংবাদ আধেয় প্রদর্শিত হবে, তার জন্য তারা অর্থ পরিশোধ করবে। আর ফেসবুকের নিউজ ফিডে যেসব সংবাদমাধ্যমের খবর থাকবে, তাদের অর্থ দিতে পারে ফেসবুক।

আগামী তিন বছরে ফেসবুক ও গুগল পৃথকভাবে সারা বিশ্বে সংবাদ খাতে প্রায় ১ বিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে বলে জানিয়েছে।