আলোচনায় সব সমস্যার সমাধান চান ইমরান

ইমরান খান
ফাইল ছবি, এএফপি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান সব সময় শান্তির পক্ষে এবং আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানে এগিয়ে যেতে প্রস্তুত। আজ শনিবার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত-পাকিস্তান গুলি বিনিময় বন্ধে রাজি হওয়ার চুক্তিকে স্বাগত জানিয়ে এ কথা বলেন ইমরান খান।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, এর আগে বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে গুলিবিনিময় বন্ধে রাজি হয় ভারত ও পাকিস্তান। গত বৃহস্পতিবার দুই দেশের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী এক যৌথ বিবৃতিতে বলে, দুই দেশের পারস্পরিক স্বার্থে এবং সীমান্তে টেকসই শান্তি বজায় রাখতে উভয় দেশের কর্মকর্তারা মতবিরোধ ও উদ্বেগের কেন্দ্রে থাকা বিষয়গুলো বিবেচনায় আনতে সম্মত হয়েছেন। গতকাল শুক্রবার থেকে এই চুক্তি কার্যকর হয়েছে।

অপারেশন সুইফট রিটর্টের দ্বিতীয় বর্ষপূর্তিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ইমরান খান। ২০১৯ সালের ওই দিন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন পাকিস্তান বিমানবাহিনীর হাতে ধরা পড়েন। পরে পাকিস্তান তাঁকে ভারতের হাতে তুলে দেয়।

ইমরান খান বলেন, আটক ভারতীয় বিমানবাহিনীর পাইলটকে ফিরিয়ে দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে পাকিস্তান। তিনি বলেন, ‘ভারতের অবৈধ এবং বেপরোয়া বিমান হামলার জবাবে আমাদের সামরিক বাহিনী যা করেছে, তার জন্য আমি পুরো জাতিকে অভিনন্দন জানাচ্ছি। স্যালুট জানাচ্ছি সামরিক বাহিনীর প্রতি।’