ইউক্রেনে যুদ্ধের কারণে যে চার ঘটনা নজর কাড়েনি

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়েছে। এরপর বিশ্বে আলোচনা শুধুই ইউক্রেন যুদ্ধ নিয়ে। কিন্তু এর মধ্যে বিশ্বে আরও যেসব ঘটনা ঘটেছে, তার মধ্যে চারটি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

গতকাল রোববার সমুদ্রে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এ কথা জানিয়েছে উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ জাপান। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বিশ্বের মনোযোগ যখন ইউক্রেন যুদ্ধের ওপর, তখন উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নুবোও কিশি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি আনুমানিক ৩০০ কিলোমিটার দূরে গিয়ে উত্তর কোরিয়ার উত্তর উপকূল ও জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে আঘাত হেনেছে। সর্বোচ্চ ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্র।

উত্তর কোরিয়ার ছোড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে সাগরে কোনো নৌযান কিংবা যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী।

নুবোও কিশি সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এখন ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জন্য অন্য কোনো বিষয় নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না। যদি উত্তর কোরিয়া ইচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে বিভ্রান্ত করে থাকে, তাহলে এ ধরনের কাজ একেবারেই ক্ষমার অযোগ্য।’

এদিকে রাজধানী পিয়ংইয়ং থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারাও এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পুনরায় খুলেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত

আফগানিস্তান-পাকিস্তান বর্ডার ক্রসিং
ছবি: রয়টার্স

নিরাপত্তা বাহিনীর হাতে তিনজন বেসামরিক মানুষ নিহত হওয়ার কয়েক দিন পরই আফগানিস্তান ও পাকিস্তানের একটি প্রধান সীমান্ত পারাপার পুনরায় চালু হয়েছে।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর প্রতিবেশী দেশ দুটির সীমান্ত নিয়ে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান সীমান্ত ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। এ সময়ের মধ্যে আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক হামলার ঘটনাও ঘটেছে।

তবে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোর যোদ্ধাদের মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। ইসলামাবাদ তাদের ২ হাজার ৭০০ কিলোমিটারের সীমানা বরাবর বেড়া তৈরি করেছে। ঔপনিবেশিক আমলে টেনে দেওয়া এই সীমান্তরেখা ডুরাল্ড লাইন নামে পরিচিত। এটি পাকিস্তান ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমারেখা।

লাস ভেগাসের সিসা ক্যাফেতে ১৪ জনকে গুলি

গত শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি সিসা ক্যাফেতে ১৪ জনকে গুলির ঘটনা ঘটে। এতে একজন মারা যান। গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের ক্যাপ্টেন দোরি কোরেন বলেন, প্রাথমিক তথ্য-প্রমাণে মনে হচ্ছে, ক্যাফেতে পার্টি চলাকালে দুজন ব্যক্তি একে অপরকে গুলি করলে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

ক্যাপ্টেন দোরি কোরেন সাংবাদিকদের বলেছেন, সিসা ক্যাফেতে গুলির ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি এবং তাৎক্ষণিক কোনো সন্দেহভাজনও চিহ্নিত হয়নি।

২৪ বছর পর পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

কড়া নিরাপত্তার মধ্যে ২৪ বছর পর পাকিস্তানে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইসলামাবাদ, পাকিস্তান
ছবি: রয়টার্স

প্রায় ২৪ বছর পর পাকিস্তান পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিকি শতাব্দী পর পাকিস্তানে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এ সফর ছয় সপ্তাহের। দেড় মাসে সেখানে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। সফরজুড়ে অস্ট্রেলিয়া দল প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী পর্যায়ের নিরাপত্তা পাবে।

১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে গেল অস্ট্রেলিয়া। লাহোরের একটি গির্জায় সন্ত্রাসী হামলার কারণে ২০১৭ সালে পাকিস্তান সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধই হয়ে গিয়েছিল পাকিস্তানে।