এল ডোরাডো সফরে নাৎসি কবচ আনছেন শাকিরা

শাকিরা। ছবি: রয়টার্স
শাকিরা। ছবি: রয়টার্স

জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিরার ‘এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুর’-এ বিক্রি করা হবে হিটলারের নাৎসি বাহিনীতে ব্যবহৃত ‘ব্ল্যাক সান’ প্রতীকের হার। অসুস্থতা থেকে ফিরেই এই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন শাকিরা। কলাম্বিয়ান এই সুপারস্টার দীর্ঘদিন ধরে আড়ালে থাকার পর চলতি মাসে জার্মানির হামবুর্গে এক জমকালো অনুষ্ঠানে উপস্থিত হয়ে মঞ্চ মাতান।

শ্যুৎজাজোনা (এসএস) ছিল হিটলার বাহিনীর সবচেয়ে বড় প্যারামিলিটারি সংগঠন। ওই সংগঠন ব্ল্যাক সান প্রতীক ব্যবহার করত। এই প্রতীক এখনো নব্য নাৎসিদের মাঝে ব্যাপক জনপ্রিয়। গতকাল মঙ্গলবার শাকিরার অনলাইন শপ বেনটোর মিডিয়া আউটলেটে ওই হার তোলা হয়।

ছোট সোনার ওই হারের সূর্যাকৃতির লকেটে ‘সাকিরা এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুর’ লেখা রয়েছে। এ ছাড়া গোলাকার লকেটের ডিজাইন পুরোপুরি ব্ল্যাক সানের প্যাটার্ন। অতিপ্রাকৃত প্রাচীন প্রতীক এই ব্ল্যাক সান। নাৎসি বাহিনীর অন্যতম ক্ষমতাধরদের একজন হেনরিক হিমলার এই প্রতীক ব্যবহার করতেন।