কঙ্গোয় ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে, নিহত ৬০

প্রতীকী ছবি
ছবি: এএফপি

কঙ্গো প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে খাদে পড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছে। মালবাহী এ ট্রেনে যাত্রী তোলা হয়েছিল। কঙ্গোর রাষ্ট্রীয় রেল কোম্পানি এসএনসিসি ও স্থানীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

এসএনসিসি রেল কোম্পানির অবকাঠামোগত পরিচালক মার্ক মানিয়োঙ্গা নোদাম্বোর তথ্য অনুযায়ী, ট্রেনটিতে ১৫টি বগি ছিল। এর মধ্যে ১২টি বগি ছিল খালি। লুনেন থেকে যাত্রা করা ট্রেনটির গন্তব্য ছিল টেনকে শহর। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে এটি বুয়োফওয়ে গ্রামে লাইনচ্যুত হয়ে পড়ে। ওই এলাকায় একটি গিরিখাদ রয়েছে। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটির ১৫টি বগির মধ্যে ৭টিই খাদে পড়ে যায়।

মানিয়োঙ্গো এএফপিকে বলেন, এ ঘটনায় নারী, পুরুষ, শিশু মিলে ৬১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫২ জন। তাদের ট্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রাদেশিক গভর্নর ফিফি মাসুকার বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় ৬০ জন নিহত হয়েছে।

মানিয়োঙ্গা বলেন, মালবাহী ট্রেনে যাত্রী ওঠানো নিষিদ্ধ। এরপরও ট্রেনটিতে লুকিয়ে কয়েক শ যাত্রী তোলা হয়েছিল। খাদে পড়ে থাকা ট্রেনের বগিতে এখনো কয়েকটি মৃতদেহ আটকে পড়ে আছে বলে উল্লেখ করেন তিনি।
মানিয়োঙ্গা আরও বলেন, সোমবারের মধ্যে রেললাইনটি পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট লোকজন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে ব্যাপারে তিনি কিছুই বলেননি।

কঙ্গো প্রজাতন্ত্রে ট্রেন লাইনচ্যুতের ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটিতে যাত্রীবাহী ট্রেন ও পর্যাপ্ত সড়কপথের স্বল্পতার কারণে জনগণের মধ্যে দূরের যাত্রায় মালবাহী ট্রেন ব্যবহারের প্রবণতা রয়েছে।