করোনা নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।
ছবি: রয়টার্স

করোনাভাইরাসের ভয়ে আর গুটিয়ে থাকা উচিত নয়—এমন মন্তব্য করে ক্ষমা চাইতে হলো যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদকে।

রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ার এক সপ্তাহের মাথায় টুইটে ‘পুরো সুস্থ হওয়ার’ কথা জানিয়েছিলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই কোভিড–১৯ নিয়ে ওই মন্তব্য করেন তিনি।

বিরোধী লেবার পার্টি অভিযোগ করেছে, স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে যাঁরা করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন, তাঁদের অবজ্ঞা করা হয়েছে। এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একটি গ্রুপের প্রতিষ্ঠাতা তাঁর এই বক্তব্যকে ‘খুবই অসংবেদনশীল’ আখ্যায়িত করেছেন।

সমালোচনার মুখে সাজিদ জাভিদ বলেছেন, ‘এখানে ভাষার ব্যবহার খুবই দুর্বল হয়েছে। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

নতুন একটি টুইটে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগের ওই টুইটটি তিনি মুছে ফেলেছেন। তিনি লিখেছেন, ‘অনেকের মতো আমি এই ভয়াবহ ভাইরাসে প্রিয়জন হারিয়েছি। কখনোই এর প্রভাবকে খাটো করে দেখব না।’