চলতি বছর তিনবার বৈঠক হতে পারে ট্রাম্প-পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলতি বছর তিনবার বৈঠক হতে পারে। ক্রেমলিনের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ক্রেমলিন আজ বলেছে, চলতি বছর সিঙ্গাপুর, ফ্রান্স ও আর্জেন্টিনায় তিনটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই তিন সম্মেলনের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একটি রুশ সংবাদপত্রকে বলেছেন, সম্মেলনকালে ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক আয়োজনের ব্যাপারে মস্কো আগ্রহী। কিন্তু এ ধরনের বৈঠক উভয় দেশের আগ্রহের ওপর নির্ভর করছে।
সবশেষ গত জুলাইয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ট্রাম্প ও পুতিন ঐতিহাসিক বৈঠকে মিলিত হন।
হেলসিঙ্কিতে দুই ঘণ্টার বেশি সময় দুই নেতা একান্তে বৈঠক করেন। বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, পুতিনের সঙ্গে আলোচনার শুভসূচনা হয়েছে। অবশ্য বৈঠক শেষে ট্রাম্প তাঁর দেশে তীব্র সমালোচনা মুখে পড়েন। বৈঠকে তাঁর ভূমিকা অনেক মার্কিনিকে হতাশ করে।