চীনের টিকার রাশিয়ায় ভালো ফল

করোনাভাইরাসের টিকা তৈরিতে কাজ করছেন গবেষকেরা
ছবি: রয়টার্স

চীনের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিকস তাদের টিকা নিয়ে রাশিয়ায় বড় আকারের পরীক্ষা চালাচ্ছে। সেপ্টেম্বরের শুরুতে মস্কোয় যেসব স্বেচ্ছাসেবী পরীক্ষামূলকভাবে টিকাটি নিয়েছেন, তাঁদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সম্প্রতি মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টিকাটির নাম ‘অ্যাড৫-এন কোভ’। ক্যানসিনো চীনা সেনাবাহিনীর গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এটি তৈরি করেছে।

গত মাসে টিকাটির তৃতীয় ধাপের পরীক্ষার জন্য অনুমতি দেয় রাশিয়া। দেশটির ওষুধ কোম্পানি পেট্রোভ্যাক্স ক্যানসিনোর সঙ্গে মিলে টিকাটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে।

পেট্রোভ্যাক্স বলেছে, টিকা পরীক্ষায় অংশ নিতে তিন হাজারের বেশি আবেদন পেয়েছে তারা।

পেট্রোভ্যাক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মুহূর্তে সব স্বেচ্ছাসেবক সুস্থ আছেন। তাঁদের কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। যাঁরা টিকা নিয়েছেন, সবার শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার আশা করা হচ্ছে। পরীক্ষায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের প্রায় এক মাস সরাসরি পর্যবেক্ষণে রাখা হবে। এর মধ্যে চারবার সরাসরি পরীক্ষা করা হবে। টানা ছয় মাস নিয়ন্ত্রিত পরীক্ষার মধ্যে দিয়ে যাবে তাঁরা।

তৃতীয় ধাপের টিকা পরীক্ষার প্রাথমিক ফলাফল আগামী নভেম্বরে জানা যেতে পারে।
তৃতীয় ধাপের টিকা পরীক্ষার নির্ভরযোগ্য ফল পাওয়া গেলেই তা বাজারে ছেড়ে দেওয়া হবে।

পেট্রোভ্যাক্স বলছে, তারা এ বছরে প্রতি মাসেই ৪০ লাখ ডোজ টিকা তৈরি করতে পারবে। আগামী বছরে প্রতি মাসেই তারা এক কোটি ডোজ টিকা তৈরি করতে সক্ষম হবে।

আরও পড়ুন

বিশ্বের সম্ভাবনাময় করোনার টিকা হিসেবে ক্যানসিনোর টিকাকে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। টিকাটির প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৭০০ স্বেচ্ছাসেবী অংশ নেন। চীনে চালানো ওই পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পাওয়া যায়।

ক্যানসিনোর তথ্য অনুযায়ী, সৌদি আরবে পাঁচ হাজার মানুষের ওপর তৃতীয় ধাপের টিকার পরীক্ষা চালানো হচ্ছে।

রাশিয়া তাদের দেশের স্পুটনিক-৫ নামের একটি টিকা গত মাসেই অনুমোদন দিয়েছে। ওই টিকার প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ হয়েছে। টিকাটির দীর্ঘ মেয়াদে নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণে তৃতীয় ধাপে ৪০ হাজার মানুষের ওপর পরীক্ষা করা হচ্ছে।