জয়ের আগেই উদ্‌যাপনের পরিণতি

প্রতীকী ছবি

জয় নিশ্চিত ধরেই নিয়েছিলেন তিনি। এ কারণেই শুরু করে দিয়েছিলেন আগাম উদ্‌যাপন। কিন্তু তাঁর জন্য ভিন্ন কিছুই অপেক্ষা করছিল। একেবারে শেষ মুহূর্তে তাঁকে পেছনে ফেলে দিলেন পরপর দুজন। জয়ের আগাম উদ্‌যাপন শেষ হলো পরাজয়ের মধ্যে দিয়ে।

ব্রাজিলের গোইয়ানিয়া শহরের মোটরসাইকেল রেস প্রতিযোগিতার ট্র্যাক আইয়াখতন সেনা ইন্টারন্যাশনাল অটোড্রোমে সম্প্রতি আয়োজন করা হয় সুপারবাইক ইভোল্যুশন প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় ঘটেছে এই ঘটনা।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, ওই প্রতিযোগিতায় আন্দ্রে ভারিসিমো নামের এক প্রতিযোগী সবাইকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন। শেষ প্রান্তটিকে মনে হচ্ছিল একেবারে নাকের ডগায়। কয়েক সেকেন্ডেই যেন জয় ধরা দেবে। আর তাই উদ্‌যাপনে মেতে উঠলেন তিনি। চলন্ত মোটরসাইকেলে আসন থেকে দাঁড়িয়ে গিয়ে বাতাসে হাত ছুড়তে শুরু করেলেন। এর পরপরই তিনি পেছন ফিরে দেখতে পেলেন, দুই প্রতিযোগী তাঁকে ছাড়িয়ে যাচ্ছেন।

ওই সময়কার ঘটনার বর্ণনা দিতে গিয়ে আন্দ্রে ভারিসিমো বলেন, ‘আমি ভেবেছিলাম, আমার জয় নিশ্চিত। কাজেই একটু উদ্‌যাপন করা যাক। আমার দলের উদ্দেশে হাত নাড়তে শুরু করেছিলাম। কিন্তু তাঁরা (দুই প্রতিযোগী) আমাকে ছাড়িয়ে গেল। কী বিপর্যয়কর!’ শেষ পর্যন্ত তৃতীয় হন তিনি। দুই প্রতিযোগীর এগিয়ে যাওয়ার মুহূর্তটি প্রসঙ্গে ভারিসিমো বলেন, ‘আমি মোটরসাইকেলের গতি বাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু এত কম সময়ের মধ্যে সেই গতি তুলতে পারলাম না। ওরা আমাকে ছাড়িয়েই গেল।’