টিকা না দেওয়ার বিচার ইতিহাসই করবে: মরিসন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
ছবি : রয়টার্স

কোনো দেশ যদি টিকা প্রস্তুত করতে পারে, তবে তা বৈশ্বিক পর্যায়ে সবার সঙ্গে ভাগাভাগি করার ওপর জোর দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। যদি তা না হয়, তবে এর বিচার ইতিহাসই করবে। মরিসন জাতিসংঘের মাধ্যমে এ নিয়ে আবেদন করেছেন। অস্ট্রেলিয়ার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বৈশ্বিক করোনা টিকার যৌথ প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে পাঠানো বার্তায় মরিসন বলেন, ‘টিকার প্রশ্ন যখন আসে, তখন অস্ট্রেলিয়ার দৃষ্টিভঙ্গি পরিষ্কার। যে–ই আগে টিকা পাক, তা অবশ্যই ভাগাভাগি করতে হবে।’

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যত দূর সম্ভব টিকা ভাগাভাগি করা বৈশ্বিক ও নৈতিক দায়িত্ব। কেউ কেউ স্বল্প মেয়াদে বা মুনাফার সুযোগ দেখতে পারেন। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, যিনি এদিকে চিন্তা করবেন, তাঁকে মনে রাখতে হবে—মানবতার স্মৃতি দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে এবং ইতিহাস এর বিচার করবে।’

অস্ট্রেলিয়া যদি কোনো টিকা তৈরি করতে পারে, তবে তা ভাগাভাগি করার প্রতিশ্রুতি দেন মরিসন। এ ছাড়া নিজে জাতিসংঘের কোভ্যাক্স উদ্যোগে সমর্থন দেন। এ উদ্যোগে ২০২১ সাল নাগাদ ২০০ কোটি ডোজ টিকা পাওয়ার চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া নিজস্ব টিকা তৈরিতে কাজ করছে। তারা কোভ্যাক্স উদ্যোগে যুক্ত হয়নি।

ট্রাম্প প্রশাসনের পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ দেওয়া হয়েছে, সংস্থাটি চীনের প্রতি পক্ষপাতিত্ব দেখায়।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জাতিসংঘে করোনার উৎপত্তি অনুসন্ধানের জন্য চাপ দিতে বলা হয়েছে। গত বছরের শেষ দিকে চীন থেকে ভাইরাসটির উৎপত্তি।

মরিসন বলেছিলেন, ‘যা ঘটেছিল তা আবার যাতে না ঘটে এবং কী উদ্দেশ্যে ঘটেছিল, তা বুঝতে আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত।’

টিকা সহজলভ্য হলে সবাইকে বাধ্যতামূলক টিকা দেওয়ার কথা বলেছেন মরিসন। এ ছাড়া কঠোর পদক্ষেপ নেওয়ায় অস্ট্রেলিয়া করোনার সংক্রমণে সাফল্য পেয়েছে।

জাতিসংঘ এবারের সম্মেলনে উন্নয়নশীল ও মধ্য আয়ের অনেক দেশ টিকা পেলে, তা ভাগাভাগির জন্য আহ্বান জানিয়েছে। এর মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচা টিকাকে বৈশ্বিক পণ্য হিসেবে বিবেচনার আহ্বান জানান। তাঁর সুরে সুর মিলিয়েছেন আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডরের নেতারাও। তথসূত্র: রয়টার্স