টিকার দাম কম রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা
ছবি: রয়টার্স

কোভিড-১৯ টিকা উৎপাদনকারীদের কাছে টিকার দাম কম ও সাধ্যের মধ্যে রাখতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপীয় ইউনিয়নকে যে দামে টিকা দেওয়া হচ্ছে, তার তুলনায় টিকার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে দুটি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টিকার দাম না বাড়ানোর আহ্বান জানানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, ফাইজার-বায়োএনটেক ও মডার্না তাদের এমআরএনএ–ভিত্তিক টিকার দাম বাড়াচ্ছে। কারণ, তাদের টিকাগুলো করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকরী করে তোলা হচ্ছে।

ফাইজারের টিকার দাম বেড়ে ১৫ দশমিক ৫ ইউরো থেকে সাড়ে ১৯ ইউরো হবে (১৮ দশমিক ৩৫ ডলার থেকে ২৩ ডলার)। মডার্নার টিকার দাম ১৯ ইউরো থেকে বেড়ে ২১ দশমিক ৫ ইউরো (২২ দশমিক ৫ ডলার থেকে ২৫ দশমিক ৪৫ ডলার) হবে। গত রোববার যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক ম্যারিঅ্যাঞ্জেলা সিমাও বলেন, কোম্পানিগুলোর সাশ্রয়ী মূল্যনীতি থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিমাও আরও বলেন, মডার্না ও ফাইজার তাদের উৎপাদন সক্ষমতা ও দক্ষতা বাড়িয়েছে। সাধারণ বাজার পরিস্থিতিতে এতে দাম বাড়ার পরিবর্তে আরও কমত। কিন্তু এখনকার পরিস্থিতিতে উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে দাম কম ও সাধ্যের মধ্যে রাখার আহ্বান জানানো হচ্ছে।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অর্ধেকের বেশি মানুষ টিকা পেয়েছেন বলে জানিয়েছে এএফপি।