ট্যাঙ পুরস্কার পেলেন বর্ণবাদবিরোধী কর্মী আলবি শাচ্স

‘ট্যাঙ পুরস্কার’ পেয়েছেন দক্ষিণ আিফ্রকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম কর্মী আলবি শাচ্স৷ মানবাধিকার ও ন্যায়বিচারক প্রতিষ্ঠায় অবদানের জন্য বিচারক শাচ্সকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে গতকাল শনিবার ঘোষণা দেওয়া হয়েছে৷ এই পুরস্কারকে এশিয়ার নোবেল হিসেবে বিবেচনা করা হচ্ছে৷ খবর এএফপির৷
১৯৮৮ সালে মোজাম্বিকে বর্ণবাদী শক্তির চালানো বোমা হামলায় একটি হাত ও একটি চোখ হারান শাচ্স৷ পরে তাঁকে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতে নিয়োগ দেন বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা৷