ট্রাম্পের পরাজয়ের কারণ বললেন ইমরান

ইমরান খান
এএফপি ফাইল ছবি

করোনাভাইরাস মহামারি না হলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে সহজেই নির্বাচিত হতেন। স্থানীয় সময় শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই মন্তব্য করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে  বলে, প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন গণমাধ্যমের সব জরিপ ট্রাম্পের বিরুদ্ধে গেলেও কোভিড-১৯ মহামারি না হলে ট্রাম্প নিশ্চিতভাবে জয়ী হতেন। তিনি বলেন, সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও কোনো দেশের নেতার দেশ পরিচালনায় গণমাধ্যম কখনো হুমকি নয়।

টেলিভিশনে প্রকাশিত ওই সাক্ষাৎকার অনুষ্ঠানের সঞ্চালক মনসুর আলি খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘সংবাদমাধ্যমের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। সংবাদমাধ্যমের কারণে সাময়িক ক্ষতি হতে পারে।’

ইমরান বলেন, ‘এর ভালো উদাহরণ হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মূলধারার সব গণমাধ্যম ট্রাম্পকে যেভাবে আক্রমণ করেছে, তাতে মনে হয়েছে ট্রাম্পের শোচনীয় পরাজয় হবে। আদতে কিন্তু তা হয়নি। আমেরিকার ইতিহাসে ট্রাম্প সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। জো বাইডেন তাঁর চেয়ে বেশি ভোট পেয়েছেন এটা আলাদা বিষয়।’

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এর কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন এই সংখ্যা শুধু বাড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে বেকারত্ব। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এর কারণে অনেক মানুষের মৃত্যু না হলে এবং এর কারণে বেকারত্ব না বাড়লে গণমাধ্যম যা-ই বলুক ট্রাম্পের জয় কোনো ব্যাপারই ছিল না।’