ডুবন্ত গাড়ির ছাদে নারীর সেলফি তোলার ছবি ভাইরাল

কানাডার অটোয়ার শহরতলি মানোটিকের রাইডু নদীতে এ ঘটনা ঘটে
ছবি: সংগৃহীত

বরফজমাট নদীর ওপরে গাড়ি চালাচ্ছিলেন কানাডার এক নারী। একপর্যায়ে বরফের সঙ্গে সংঘর্ষ হলে গাড়িটি ডোবার উপক্রম হয়। কিন্তু ওই সময় গাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার বদলে হলদে রঙের ডুবন্ত গাড়িটির ছাদে উঠে পড়লেন ওই নারী। গাড়িটি ডুবে যাওয়ার মুহূর্ত সেলফি তুলে ফ্রেমবন্দী করেন তিনি। পরে বরফশীতল পানি থেকে ওই নারীকে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

গত রোববার কানাডার রাজধানী অটোয়ার শহরতলি মানোটিকের রাইডু নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার ছবি তুলেছিলেন একজন।  তিনি ছবিটি টুইটারে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, ওই নারীর এমন উদ্ভট ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে।

ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, গাড়িটি দ্রুত তলিয়ে যাওয়ার সময়ও ওই নারী বেশ স্বাভাবিকভাবে গাড়ির ছাদে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। অনলাইনে ছড়িয়ে পড়া ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন কায়াক (ছোট নৌকা) পাঠিয়ে ওই নারীকে উদ্ধার করছেন। ভিডিওতে ডুবে যাওয়া গাড়িটির ছাদ আংশিক দেখা যাচ্ছিল। টুইটারে পোস্ট করা ছবিতে এক নারী লিখেছেন, ‘যখন লোকজন ওই নারীকে সাহায্য করার জন্য তাড়াহুড়া করছিলেন, তখন তিনি সেলফি তুলছিলেন।’

তাৎক্ষণিকভাবে ওই নারীকে উদ্ধার করায় স্থানীয়দের প্রশংসা করেছে অটোয়া পুলিশ। এক টুইট বার্তায় পুলিশ বলেছে, ‘এ ঘটনায় কেউ আহত হয়নি, কায়াক ব্যবহার করে স্থানীয়রা ওই নারী গাড়িচালককে যেভাবে রক্ষা করেছে, সেটি অসাধারণ একটা বিষয়।’
কানাডার সংবাদপত্র ন্যাশনাল পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারের পরে ঘটনাস্থলে প্যারামেডিক সদস্যরা উপস্থিত হন। এ সময় ওই নারী গাড়িচালক প্রাথমিক চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। পুলিশ বলেছে, ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের অভিযোগে মোটরযান আইনে ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।