তড়িঘড়ি করে ট্রাম্পের কাছ থেকে স্মার্ট বোমা কিনছে সৌদি

পেন্টাগন
ফাইল ছবি, রয়টার্স

সৌদি আরবের কাছে তিন হাজার স্মার্ট বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ২৯ হাজার কোটি মার্কিন ডলারের বিনিময়ে ওই বোমা বিক্রিসংক্রান্ত চুক্তির অনুমোদন দেওয়া হয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষ মুহূর্তে এই চুক্তি অনুমোদন দেওয়া হলো। মধ্যপ্রাচ্যে আমেরিকার তৈরি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

ইয়েমেনে সৌদি হামলা বন্ধে রিয়াদের ওপর চাপ তৈরিতেই তিনি এমন প্রতিশ্রুতি দেন। সাম্প্রতিক সময়ে যুদ্ধের কারণে ইয়েমেনে চরম মানবিক সংকট তৈরি হয়েছে।
এ কারণেই কিনা অনেকটা তড়িঘড়ি করে এ চুক্তির অনুমোদন দেওয়া হলো। ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে জো বাইডেনের।

পেন্টাগন অনুমোদিত সম্ভাব্য বিক্রয়ের এ প্যাকেজের আওতায় তিন হাজার ছোট আকৃতির বোমা-আইর (এসডিবি-আই) যুদ্ধোপকরণ, কনটেইনার, সহায়ক যন্ত্রাংশ, স্পেয়ার ও কারিগরি সহায়তার যন্ত্রপাতি রয়েছে বলে পেন্টাগন জানায়।

এ বিষয়ে পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য এ বিক্রয়ের অনুমোদন সৌদি আরবের আকাশ ও স্থলসীমায় প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সক্ষমতা সমৃদ্ধ করবে, যা তাদের চলমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সহায়ক হবে।

গত মঙ্গলবার পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো–অপারেশন এজেন্সি সম্ভাব্য এ বিক্রয়ের বিষয়ে কংগ্রেসকে অবহিত করে। এর আগে কংগ্রেস সদস্যরা ইয়েমেনে গণহারে সাধারণ মানুষের হতাহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। গত বছরের দিকে রিয়াদের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি বন্ধে ব্যর্থ চেষ্টাও করেছিলেন তাঁরা।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদনের পরও পেন্টাগনের বিজ্ঞপ্তিতে কোনো রকমের চুক্তি স্বাক্ষর বা দুই দেশের মধ্যে আলোচনা শেষ হওয়ার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।