নিউজিল্যান্ডে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

হামলাকারী ব্রেনটন টারান্ট। ফাইল ছবি
হামলাকারী ব্রেনটন টারান্ট। ফাইল ছবি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। দেশটির পুলিশ আজ মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 

পুলিশের বিবৃতির বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, হামলাকারী ব্রেনটন টারান্টের (২৮) বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

মামলাটিকে সন্ত্রাসবাদসংক্রান্ত আইনের অধীনে নেওয়ার যৌক্তিকতা নিয়ে নিউজিল্যান্ডে বিতর্ক আছে।

ব্রেনটন টারান্টের বিরুদ্ধে ইতিমধ্যে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

ব্রেনটন টারান্টকে আগামী মাসে (জুন) আদালতে হাজির করা হবে।

গত এপ্রিল মাসে ভিডিও লিংকের মাধ্যমে ব্রেনটন টারান্টকে আদালতে হাজির করা হয়েছিল। সে সময় আসামির মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলা হয়। হামলায় ৫১ জন নিহত হন। আহত হন ৪০ জন।

হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি ছুড়ে হত্যাযজ্ঞ চালান। এই দৃশ্য সরাসরি ফেসবুকে সম্প্রচার করেন।

হামলার জেরে নিউজিল্যান্ড সব ধরনের সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করে।