নিউজিল্যান্ডের সেই আল নুর মসজিদে হামলার হুমকি

নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের সেই আল নুর মসজিদে হামলার হুমকি দেওয়ায় এক তরুণকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি সপ্তাহে ওই তরুণ হামলার হুমকি দিয়েছিলেন। খবর এএফপির।

গত বছরের ১৫ মার্চ এই আল নুর মসজিদ এবং পার্শ্ববর্তী লিনউড মসজিদে হামলা চালিয়েছিলেন ব্রেনটন টারান্ট নামের এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ আধিপত্যবাদী। এতে প্রাণ হারিয়েছিলেন ৫১ জন। মসজিদটিতে এমন সময়ে এই হামলার হুমকি দেওয়া হলো, যখন ওই হত্যাযজ্ঞের বার্ষিকী পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এই ‘জঘন্য’ হামলার হুমকির নিন্দা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই তরুণ মুখমণ্ডল ও মাথা একটি কালো টুপিতে ঢেকে আল নুর সমজিদের সামনে একটি গাড়িতে বসে হুমকিসংবলিত একটি ছবি মুঠোফোনের বার্তা আদান-প্রদানের অ্যাপ ছড়িয়েছিলেন। এ প্রসঙ্গে সেখানকার পুলিশের কমান্ডার জন প্রাইস বলেন, নিউজিল্যান্ডে এই ধরনের চিত্রসংবলিত হুমকির কোনো জায়গা নেই।