পরিবর্তনের ডাক দিলেন মেগান

মেগান মার্কেলছবি: এএফপি

যুক্তরাজ্যের রাজপরিবার সাধারণত নিজ দেশসহ কোনো দেশের রাজনীতি নিয়ে কথা বলে না। কিন্তু প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল গত বৃহস্পতিবার সেই নিয়ম ভাঙলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করা সাবেক এই হলিউড তারকা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরিবর্তনের ডাক দিলেন। প্রার্থিতা চূড়ান্ত করতে ডেমোক্র্যাটদের চার দিনের জাতীয় সম্মেলন যখন শেষের দিকে, তখন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি এই পরিবর্তনের আহ্বান জানান।

মেগান মার্কেল ডেমোক্র্যাটদের ওই সম্মেলনে বক্তৃতা দেননি। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার ভোটার নিবন্ধন প্রচারণার একটি অনলাইন অনুষ্ঠানে যোগ দেন মেগান। ওই অনুষ্ঠানে মিশেল ওবামাও ছিলেন। ‘হোয়েন উই অল ভোট’ নামের একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে। ওই প্রতিষ্ঠানের সহসভাপতি মিশেল ওবামা। নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে প্রতিষ্ঠানটি জনসচেতনতামূলক কার্যক্রম চালায়।

আরও পড়ুন
আরও পড়ুন

মেগান মার্কেলওই অনলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে ব্রিটিশ রাজপরিবারের সদস্য মেগান মার্কেল বলেন, ‘আমরা সবাই জানি, এ বছর কী বিপদেই না আছি। আমি মনে করি, আপনারা সবাই নিশ্চিতভাবে এ বিষয়ে অবগত। আমাদের সবার জন্য প্রয়োজনীয় ও প্রাপ্য পরিবর্তনের জন্য আপনাদের ঐক্যবদ্ধ ও উদ্যমী হতে হবে।’