পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: আগেভাগেই আধা সামরিক বাহিনী নিয়োগ

কলকাতার রাস্তায় আধা সামরিক বাহিনীর ‘রুট মার্চ’, ১ মার্চ
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ করতে নির্বাচন কমিশন এবার আগেভাগেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বা আধা সামরিক বাহিনী পাঠিয়ে দিয়েছে। রাজ্যে ইতিমধ্যে ১০ প্লাটুন আধা সামরিক বাহিনী এসে পৌঁছেছে। এর মধ্যে গত শনিবার কলকাতায় পৌঁছেছে তিন প্লাটুন নিরাপত্তা বাহিনী।

আধা সামরিক বাহিনীর সদস্যরা গতকাল রোববার থেকে কলকাতাসহ রাজ্যের স্পর্শকাতর এলাকায় ‘রুট মার্চ’ শুরু করেছেন। এই রাজ্যে এখন পর্যন্ত বরাদ্দ করা হয়েছে ১২৫ প্লাটুন আধা সামরিক বাহিনী।

কলকাতাসহ রাজ্যের ২৩টি জেলার ২৯৪টি বিধানসভা আসনের নির্বাচন ২৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

পশ্চিমবঙ্গে পাঠানো আধা সামরিক বাহিনীর মধ্যে রয়েছেন বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ ও আইটিবিপির সদস্যরা। জানা গেছে, কলকাতাতেই নির্বাচনের সময় বরাদ্দ হতে পারে ২০০ প্লাটুন আধা সামরিক বাহিনী।

আসন্ন বিধানসভার নির্বাচনে সর্বাধিক ৯ প্লাটুন আধা সামরিক বাহিনী নিয়োগ করা হচ্ছে জঙ্গলমহলের ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়।