বাইডেন-পুতিনের মধ্যে ৪ থেকে ৫ ঘণ্টা বৈঠক হতে পারে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ছবি: এএফপি

সুইজারল্যান্ডের জেনেভায় বহুল প্রত্যাশিত বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার জেনেভার স্থানীয় সময় বেলা একটায় বাইডেন ও পুতিনের মধ্যে বৈঠক শুরু হবে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই নেতার মধ্যকার বৈঠকটি চার থেকে পাঁচ ঘণ্টার মতো স্থায়ী হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাইডেন এই প্রথম পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন। তাঁদের এই বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ আন্তর্জাতিক গণমাধ্যমে জোর আলোচনা চলছে।

বাইডেন-পুতিন এমন একসময় বৈঠকে বসছেন, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বলে উভয় পক্ষই স্বীকার করেছে। দেশ দুটির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।

বার্তা সংস্থা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মতভিন্নতা বিস্তর। এ অবস্থায় বাইডেন ও পুতিনের আজকের বৈঠকের সম্ভাব্য প্রাপ্তি নিয়ে প্রত্যাশা খুবই কম।

বিবিসি বলছে, বৈঠক থেকে বড় ধরনের কোনো অগ্রগতি আশা করা হচ্ছে না, এ কথা ঠিক। তবে কিছু ছোট ক্ষেত্রে দুই নেতা একমত হতে পারেন।

বাইডেন ও পুতিনের বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। এসব ইস্যুর মধ্যে থাকতে পারে—যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা, মানবাধিকার, ইউক্রেন, বেলারুশ, কৌশলগত স্থিতিশীলতা, আঞ্চলিক দ্বন্দ্ব-সংঘাত, অস্ত্র নিয়ন্ত্রণ, করোনা মহামারি, জলবায়ু পরিবর্তন ইত্যাদি।

বৈঠকের প্রাক্কালে গত সোমবার বাইডেন বলেছেন, ‘আমি রাশিয়ার সঙ্গে সংঘর্ষে যাচ্ছি না। তবে রাশিয়া যদি তাদের ক্ষতিকর কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে আমরা তার জবাব দেব।’

আরও পড়ুন