বিতাড়ন আতঙ্কে জম্মু-কাশ্মীরের রোহিঙ্গারা

ফাইল ছবি

ভারতের জম্মু-কাশ্মীরে আশ্রয় নেওয়া ১৫০ জনের বেশি রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাসের অভিযোগ আনা হয়েছে। আটক হওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর তোড়জোড় শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় ভারতের জম্মু-কাশ্মীরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতাড়নের আশঙ্কা দেখা দিয়েছে।

আটক অভিযানের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে বৈধ নথি ছাড়া বসবাসরত বহিরাগতদের শনাক্তে নিয়মিত অভিযান পরিচালিত হয়। যাচাই করা হয় বায়োমেট্রিক পদ্ধতিতে। গত কয়েক দিনের অভিযানে দেড় শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই বৈধ নথি ছাড়াই এখানে বসবাস করছিল।

আটকের পর তাদের সাময়িকভাবে জম্মুর হীরানগর কারাগারে রাখা হয়েছে।
অপর একজন কর্মকর্তা জানান, ‘আটক রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে।’ তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না থাকায় এই কর্মকর্তা গণমাধ্যমে নাম প্রকাশ করতে চাননি।

৪৮ বছর বয়সী সাদিকের মা–বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য আটক হয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।’

আটক হয়েছেন সুফেরার ভাইসহ কয়েকজন নিকটাত্মীয়। ২৮ বছর বয়সী এই নারী বলেন, ‘মিয়ানমারের পরিস্থিতি এখন ভালো নয়। যখন সবকিছু স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা দেশে ফিরতে চাই। তার আগে ফিরে যাওয়া নিরাপদ হবে না।’