বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা উহান সফর করবেন: চীন

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনাভাইরাসের উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দলের সেখানে যাওয়ার প্রস্তুতি এখনো চলছে। দলের সদস্যরা উহান সফর করবেন। আজ শনিবার চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপির।

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়, করোনার উৎস জানতে তাদের বিশেষজ্ঞ দল চীনে যাবে। চীন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বলে সংস্থার পক্ষ থেকে তখন উল্লেখ করা হয়েছিল। এরপর গত মঙ্গলবার সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ডব্লিউএইচওর বিশেষজ্ঞদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। যদিও আধানোমের এমন মন্তব্যের পর চীন জানায়, ভিসাসংক্রান্ত জটিলতার কারণে বিশেষজ্ঞরা সেখানে যেতে পারছেন না।

এরপর আজ চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপমন্ত্রী জেং ইজিন সাংবাদিকদের বলেন, ‘এই সফরের জন্য সময় নির্ধারণ করা হচ্ছে। ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা যখন সব  প্রস্তুতি সম্পন্ন করার পর সফরের সময়সূচি ঘোষণা করবেন, তখন আমরা একই সঙ্গে উহানে যাব ও তদন্ত করব।’

জেং ইজিন বলেন, ‘ডব্লিউএইচওর বিশেষজ্ঞরা আসার অপেক্ষায় রয়েছি আমরা। তাঁদের স্বাগত জানাতে আমাদের বিশেষজ্ঞ দল প্রস্তুত রেখেছি।’ তিনি আশা প্রকাশ করেছেন, এর মধ্য দিয়ে করোনাভাইরাসের উৎস নির্ধারণে আরও কিছু তথ্য জানা যাবে।

যদিও এই তদন্তের বিষয়ে এর আগে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছিল চীন। ডব্লিউএইচওর বিশেষজ্ঞদের এই সফর যে স্পর্শকাতর, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল চীনের এমন পদক্ষেপের মাধ্যমে। তবে এই তদন্ত প্রসঙ্গে ডব্লিউএইচও জানিয়েছিল, ১০ জনের একটি বিশেষজ্ঞ দলকে উহানে যাওয়ার অনুমতি দিয়েছে চীন।
এদিকে যুক্তরাজ্য থেকে করোনাভাইরাসের যে নতুন ধরনটি (স্ট্রেইন) ছড়িয়েছে, সেটির ক্ষেত্রে চীনের তৈরি টিকা কার্যকর কি না, এমন প্রশ্নের জবাবে জেং ইজিন বলেন, ‘এই স্ট্রেইনের ক্ষেত্রে আমাদের টিকা সমান কার্যকর।’