বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়াল

করোনাভাইরাসের প্রতীকী ছবি

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। রোববার এই সংখ্যা ১০ লাখ অতিক্রম করে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ জানুয়ারি করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এএফপির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মারা যাওয়া মানুষের মোট সংখ্যা রোববার ১০ লাখ ছাড়ায়। এই সময়ে বিশ্বে করোনায় সংক্রমিত মোট শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৮৭৭ জন।

করোনায় বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট মারা যাওয়া মানুষের সংখ্যা সম্প্রতি ২ লাখ ছাড়ায়। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৭১ লাখের বেশি।

বিশ্বে করোনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজারের বেশি। ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৯৫ হাজারের বেশি মানুষ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ৪৭ লাখের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪১ হাজারের বেশি মানুষ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে করোনায় মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৬১।

এখন পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।