ব্রেক্সিট: হয় নতুন ভোর, নয়তো জুয়া

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিচ্ছেদকে (ব্রেক্সিট) ঘিরে আজ শুক্রবার যুক্তরাজ্যের পত্রিকাগুলোর প্রথম পাতায় একই সঙ্গে আনন্দ ও হতাশা প্রকাশ করা হয়েছে। ব্রেক্সিট বিল অনুযায়ী, ৩১ জানুয়ারি স্থানীয় সময় রাত ১১টায় ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হবে। যুক্তরাজ্যের জন্য এটি হয় নতুন ভোর নিয়ে আসবে, নয়তো জুয়ার মতো অনিশ্চয়তায় ফেলবে। বিশ্লষকেরা তা–ই মনে করছেন।

ইইউ ছাড়ার জন্য যুক্তরাষ্ট্রের উত্সাহী প্রচারক ডেইলি এক্সপ্রেস ট্যাবলয়েড বলেছে, ‘হ্যাঁ, আমরা এটি করেছি!’ ছাপা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় যুক্তরাজ্যের মানচিত্রের ওপরে বড় করে শিরোনামটি ছেপেছে ট্যাবলয়েডটি।

গত বুধবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা (এমইপি) যুক্তরাজ্যের সঙ্গে বিচ্ছেদের শর্তগুলো (ব্রেক্সিট চুক্তি) আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন। এটি ছিল যুক্তরাজ্যের সঙ্গে বিচ্ছেদ আয়োজনের সর্বশেষ আনুষ্ঠানিকতা। আবেগঘন বক্তব্যে যুক্তরাজ্যকে জোট থেকে বিদায় জানান ইইউ নেতারা। ৬২১ বনাম ৪৯ ভোটের ব্যবধানে ইইউ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি পাস হয়। ভোটের ফলাফল প্রকাশ শেষে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা হাতে হাত ধরে, গান গেয়ে যুক্তরাজ্যকে বিদায় জানান।

ব্রেক্সিট সমর্থনকারী আরেক ট্যাবলয়েড ডেইলি মেইল বলেছে, ‘যুক্তরাজ্যের জন্য নতুন ভোর। রাত ১১টায় আমাদের গর্বিত জাতি শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে দেবে। এখনো ইউরোপের বন্ধু হলেও ৪৭ বছর পরে আরও মুক্ত ও স্বাধীন হবে জাতি।’

বামঘেঁষা গার্ডিয়ান পত্রিকা আরও সতর্ক শিরোনাম করেছে। প্রথম পাতায় তারা লিখেছে ‘স্মল আইল্যান্ড’। এ ছাড়া ব্রেক্সিটকে তুলনা করেছে ‘এক প্রজন্মের বৃহত্তম জুয়ার’ সঙ্গে।

টাইমস তাদের প্রথম পাতায় বিশ্লেষণাত্মক শিরোনাম লিখেছে। পত্রিকাটি লিখেছে, প্রধানমন্ত্রী ব্রাসেলসের সঙ্গে কানাডার ধাঁচের বাণিজ্য চুক্তি চান।

দ্য ফিন্যান্সিয়াল টাইমসের শিরোনাম আশাবাদ ও আফসোসের মিশ্রণ নিয়ে ইইউ থেকে বের হচ্ছে ব্রিটেন।

সিটিএএম তাদের প্রথম পাতায় ব্রেক্সিটপন্থী বিভিন্ন নেতার মুখবিশিষ্ট একটি রোলার কোস্টারের মক-আপ তৈরি করে তার শিরোনাম দিয়েছে, ‘এটা বেশ ভালো যাত্রা ছিল।’ দ্য ডেইলি টেলিগ্রাফ প্রধানমন্ত্রী বরিস জনসনের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘এটা শেষ নয়, শুরু।’

ডেইলি মিরর অবশ্য তাদের প্রথম পাতায় আজ করোনাভাইরাস আক্রমণের খবরকেই বেশি গুরুত্ব দিয়েছে। ছোট্ট একটি অংশে ‘ব্রেক্সিট ডে’ নামে শিরোনাম করেছে।

এত কিছুর মধ্যেও ডেইলি স্টার শিরোনাম দিয়েছে, ‘আজ আমাদের গর্বিত জাতির জন্য সত্যিই ঐতিহাসিক মুহূর্ত’। গুরুত্বপূর্ণ শিরোনামের সঙ্গে কৌতুক করে লিখছে, ‘এটা ঠিক, এটা জানুয়ারি মাসের শেষ যে!’ তাদের ইঙ্গিতটা বছরের প্রথম মাসে পরস্পরকে অ্যালকোহল উপহারের চর্চার দিকেই।