ভ্রমণে করোনা টিকার বাধ্যবাধকতা তুলতে পারে কানাডা

ক্লিনিকে করোনার টিকা নিচ্ছেন কানাডার বয়োজ্যেষ্ঠ এক নারী
ফাইল ছবি: রয়টার্স

দেশের অভ্যন্তরে উড়োজাহাজ ও ট্রেন এবং নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে কোভিড টিকার বাধ্যবাধকতা তুলে নিতে পারে কানাডা। স্থানীয় সময় আজ মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে কানাডার সম্প্রচারমাধ্যম সিবিএস এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

আরও পড়ুন

করোনা মহামারি নিয়ে বিভিন্ন বিধিনিষেধের কারণে কানাডার কেন্দ্রীয় সরকার সমালোচনার মুখে। তবে সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি করোনার নতুন কোনো ধরন শনাক্ত হয়, তাহলে আবারও টিকা বাধ্যতামূলক করা হবে।

ভ্রমণের ক্ষেত্রে টিকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে কানাডার কেন্দ্রীয় সরকারের মন্তব্য চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
কানাডার ফেডারেল সরকার কোভিড-সংক্রান্ত যেসব বিধিনিষেধ দিয়েছে, এর মধ্যে টিকা নেয়নি এমন মানুষ উড়োজাহাজে ভ্রমণ করতে পারেন না।

এ ছাড়া কেন্দ্রীয় সরকারের অধীন যেসব কর্মচারী রয়েছেন, তাঁদের ক্ষেত্রে টিকা নেওয়া বাধ্যতামূলক। কানাডার বিমানবন্দরগুলোয় গত সপ্তাহ পর্যন্ত প্রায়ই ভ্রমণ করেন এমন ব্যক্তিদের করোনা পরীক্ষা করার নিয়ম চালু ছিল।

তবে গত সপ্তাহে জুনের বাকি সময়ের জন্য করোনা পরীক্ষা করার নিয়ম বাতিলের ঘোষণা দেওয়া হয়। কারণ, এভাবে পরীক্ষার জন্য ভ্রমণকারীদের দীর্ঘসময় বিমানবন্দরে থাকতে হয়।