মেক্সিকোর মাদকসম্রাট ‘এল চাপো’র স্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

গুজম্যানের স্ত্রী এমা করোনেল আইপুরো
ছবি: এএফপি

মেক্সিকোর মাদকসম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যানের স্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ওয়াশিংটন ডিসির বাইরে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার গুজম্যানের স্ত্রীকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। দেশটির বিচার বিভাগ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

গুজম্যানের স্ত্রীর নাম এমা করোনেল আইপুরো । ৩১ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে কোকেন, মেথামফেটামিন, হেরোইন, গাঁজা পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমাকে হাজির করার কথা রয়েছে।

মেক্সিকোর অন্যতম কুখ্যাত মাদক পাচারকারী গোষ্ঠী সিনালোয়া কার্টেলের নেতা ছিলেন গুজম্যান। তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন মাদক পাচার করেন। মাদক কারবার ঘিরে তাঁর নির্দেশে অনেক মানুষকে হত্যা করা হয়।

মেক্সিকোর মাদকসম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যান
ছবি: রয়টার্স

গুজম্যানকে ২০১৭ সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের দুই বছরের মাথায় বিচারে তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। ৬৩ বছর বয়সী গুজম্যান বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্যমতে, গুজম্যানের স্ত্রী এমাও কার্টেলের কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। মেক্সিকোর কারাগার থেকে তাঁর স্বামী গুজম্যানের পালানোর দুই দফা ষড়যন্ত্রে সহায়তা করেন তিনি। তার মধ্যে প্রথম দফার ষড়যন্ত্রে ২০১৫ সালে গুজম্যান কারাগার থেকে পালাতে সক্ষম হন।

এমা দ্বৈত নাগরিকত্বের অধিকারী। তিনি মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক। এমাকে যে যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করতে চায়, তা আগে জানা যায়নি।

নিউইয়র্কে গুজম্যানের প্রায় তিন মাস ধরে বিচার চলাকালে তাঁর স্ত্রী এমা প্রায় প্রতিদিনই আদালতে আসতেন। বিচারের আগে গুজম্যান যখন প্রায় দুই বছর ধরে কারাবন্দী ছিলেন, তখন তাঁর সঙ্গে এমাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। গুজম্যানের বিচার চলাকালে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে তাঁর ব্যবসা ও কারাগার থেকে পালানোর ঘটনায় স্ত্রী এমা জড়িত। তবে তখন কর্তৃপক্ষ এমাকে ধরেনি।