লকডাউনের মেয়াদ বাড়ল মেলবোর্নে

করোনার টিকা নিতে কেন্দ্রে লম্বা লাইন। মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া, ২৭ আগস্ট
ছবি: এএফপি

করোনা মহামারি সামাল দিতে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া। সংক্রমণ ঠেকাতে দেশটির বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে লকডাউন। এমন পরিস্থিতির মধ্যে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন শহরে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আজ রোববার অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘোষণা আসে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মেলবোর্ন ও ভিক্টোরিয়া রাজ্যে চার সপ্তাহ ধরে চলছে লকডাউন। আগামী বৃহস্পতিবার সেখানে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। তবে রাতারাতি নতুন করে ৯২ জনের শরীরে করোনার উপস্থিতি মেলে। এর জের ধরে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যান অ্যান্ড্রুস।

করোনা প্রথম শনাক্তের পর মেলবোর্ন শহরে এটি ষষ্ঠবারের মতো লকডাউন। এবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির পর সেটি কত দিন চলবে, তা জানাননি প্রিমিয়ার ড্যান অ্যান্ড্রুস। নতুন মেয়াদে জারি করা হয়েছে কারফিউর নির্দেশও।

করোনার ডেলটা ধরন ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়ায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখন নিউ সাউথ ওয়েলস রাজ্যে। রাজ্যটির সবচেয়ে জনবহুল শহর সিডনিতেই রোববার আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন। এর মধ্য দিয়ে গত জুনের মাঝামাঝি থেকে প্রায় ৮০ লাখ বাসিন্দার রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার জনের মতো।

এদিকে পরিস্থিতি যখন সংকটময়, তখন টিকা দেওয়া বাড়ানোর দিকে নজর দিয়েছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে, আগামী অক্টোবরের মধ্যে সেখানকার ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকার পূর্ণ ডোজ দেওয়া হবে।

এ ছাড়া আগের তুলনায় কিছুটা স্বস্তি পাবেন নিউ সাউথ ওয়েলসের লোকজন। আগামী মাসের মাঝামাঝি থেকে রাজ্যটিতে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ী, ওই সময় থেকে হটস্পটের বাইরের এলাকাগুলোতে পূর্ণ ডোজ টিকা নেওয়া সর্বোচ্চ পাঁচজন একত্র হতে পারবেন। পাশাপাশি শিগগিরই ছোট আকারে বিয়ের অনুষ্ঠানের অনুমতি মিলবে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৫১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় এক হাজার জনের।