তরুণদের আস্থার জায়গা প্রথম আলো

পাঠক উৎসবের উদ্বোধনী পর্ব
ছবি: প্রথম আলো

তরুণেরা আস্থা পান প্রথম আলোয়। পত্রিকাটি তাঁদের পাশে থাকে, সংগ্রাম-সাফল্যের কথা তুলে ধরে। আজ ৪ নভেম্বর (শুক্রবার) প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী পাঠক উৎসবের উদ্বোধনী আয়োজনে তরুণেরা এভাবেই নিজেদের অনুভূতির কথা জানান।

পাঠক উৎসবের উদ্বোধনী পর্বে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা দেশের ৬ তরুণকে নিয়ে মঞ্চে ওঠেন।

সাজ্জাদ শরিফ বলেন, ‘সবাই যখন জ্বলে উঠবে, তখন দেশ আলোকিত হবে। প্রথম আলো সবার মনে সেই আগুনের পরশমণি ছড়িয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে। করোনা মহামারির কারণে আমরা দীর্ঘদিন পাঠকের মুখোমুখি হতে পারিনি। পাঠকের সামনে এলে আমরা জানতে পারি, পাঠক আমাদের নিয়ে কী ভাবছেন।’

পাঠক উৎসবের উদ্বোধনী পর্বে গান পরিবেশন করছেন শিল্পীরা
ছবি: প্রথম আলো

সাজ্জাদ শরিফ বলেন, ‘আমরা সবাই অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তারপরও সব বাধা ঠেলে এগিয়ে যেতে হবে। ২৪ বছর ধরে প্রথম আলো চেষ্টা করেছে পাঠককে সুষ্ঠু খবর দিতে। এ কারণেই, পাঠকের ভালোবাসার কারণেই প্রথম আলো বাংলাদেশের সেরা পত্রিকা হতে পেরেছে।’

উদ্বোধনী পর্বে আর্ক এশিয়া পুরস্কারজয়ী তরুণ স্থপতি তাওরেম সানানু বলেন, ‘আমরা যে যাঁর জায়গা থেকে নিজের বাধা যেন অতিক্রম করতে পারি।’
ওয়ালটনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ বলেন, প্রথম আলো তাঁর কাছে ভালোবাসার জায়গা।

আরও পড়ুন
পাঠক উৎসবের উদ্বোধনী পর্বে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ
ছবি: প্রথম আলো

৪০তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া জান্নাতুল ফেরদৌস বলেন, প্রথম আলো তরুণদের আস্থার জায়গা। প্রথম আলো তরুণদের পাশে থাকে, তরুণদের সংগ্রাম তুলে ধরে।

প্রথম আলোর একসময়ের কার্টুন বেসিক আলীর প্রতি ভালোবাসার কথা জানান বিতার্কিক সৌরদ্বীপ পাল।

প্রথম আলোর প্রতি নিজের ভালো লাগার কথা জানান অভিনেত্রী নাজিফা তুষি। তিনি জানান, প্রথম আলোর নকশার সব কপি একসময় সংগ্রহ করতেন। তারপর তিনি একসময় নিজেই নকশার মডেল হন।

পাঠক উৎসব শুরু হয়েছে সকাল আটটায়। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। উৎসবে দিনভর থাকছে জনপ্রিয় শিল্পীদের গান, নৃত্য-চলচ্চিত্র তারকাদের নিয়ে আয়োজন, চরকির চলচ্চিত্র প্রদর্শনী, ফ্ল্যাশমব, ম্যাজিক শো। থাকবে বিভিন্ন স্টলে নানা ধরনের গেমসে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ।