চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ২৬৯ জন

করোনাভাইরাস
প্রতীকী ছবি

চট্টগ্রামে নতুন করে ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে (মঙ্গলবার) এ তথ্য জানানো হয়। তবে একই সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আগের দিন সোমবার শনাক্ত হয়েছিলেন ২৭২ জন।

আজ বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৯৭ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৬৯ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে শহরের বাসিন্দা ২৪৩ জন ও গ্রামের বাসিন্দা ২৬ জন। শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আগের দিন সোমবার শনাক্ত হয়েছিলেন ২৭২ জন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, এ নিয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত হলো মোট ৩৮ হাজার ২৯২ জনের। ইতিমধ্যে করোনায় মারা গেছেন ৩৮৩ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ২৮১ জন।