মাস্ক না পরায় ও অতিরিক্ত যাত্রী বহন করায় ১৬ জনকে জরিমানা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মুখে মাস্ক না পরা ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ১৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফটক এলাকায় এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, জরিমানা করা ১৬ জনের মধ্যে গাড়ির চালক, যাত্রী ও পথচারী রয়েছেন। জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা করে ১৬ জনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, লোকজন ঘর থেকে বাইরে বের হলে নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। অথচ মুখে মাস্ক ব্যবহার সরকার বাধ্যতামূলক করেছে। ঘরের বাইরে বের হলে সবাই যাতে মাস্ক পরেন, সেটা নিশ্চিত করতে এই অভিযান চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।