সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ ও তাঁর ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও তাঁর ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি কামাল আহমেদের স্ত্রী শাহিদা কামালের সম্পদের বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ১২ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৫৯০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে কামাল আহমেদের বিরুদ্ধে আজ মামলা করেছে দুদক। তাঁর নিজ নামে ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ১০টি ব্যাংক হিসাবে ২৯৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৯৬৮ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে।
আর শাহেদ আহমেদের প্রসঙ্গে আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে শাহেদ আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় ছেলের সঙ্গে বাবা কামাল আহমেদকেও আসামি করা হয়েছে।