সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১০ মার্চ, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও মতামত।

কুমিল্লা সিটির ভোটে তাহসীন বাহার জয়ী

কুমিল্লা সিটি করপোরেশনে উপনির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার পর তাহসীন বাহার (ডানে চশমা পরা)। কুমিল্লা জিলা স্কুল, ৯ মার্চ
ছবি: আশরাফুল আলম

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ নেতা তাহসীন বাহার বিজয়ী হয়েছেন। বাস প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। বিস্তারিত পড়ুন...

দ্বিতীয় মেয়াদে ময়মনসিংহের মেয়র নির্বাচিত ইকরামুল হক

আওয়ামী লীগ নেতা ইকরামুল হক দ্বিতীয় দফায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন। আজ রোববার রাতে ময়মনসিংহ শহরের কালীবাড়ী এলাকায়
ছবি: দীপু মালাকার

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক (টিটু)। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ১২৮টির কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষিত হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। বিস্তারিত পড়ুন...

ই-পাসপোর্ট থেকে স্বামী বা স্ত্রীর নাম বাদ পড়ল, আর কী কী সংশোধন এল

ই-পাসপোর্টের ব্যক্তিগত তথ্য ও জরুরি যোগাযোগসংক্রান্ত পাতায় (পারসোনাল ডেটা অ্যান্ড ইমার্জেন্সি কনটাক্ট) তিনটি সংশোধন এনেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। গত ৪ ফেব্রুয়ারি এ–সংক্রান্ত একটি অফিস আদেশ অধিদপ্তরের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

ট্রাম্প এবার যেসব কারণে জিততে পারবেন না

সময়টা ট্রাম্পের জন্য লাগসই ছিল। ভাগ্য তাঁর প্রতি প্রসন্ন ছিল।
ছবি : রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, তখন নির্বাহী ক্ষমতা বলতে তাঁর তেমন কিছুই ছিল না। ওই সময়টাতে তাঁর সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা ছিল, একটি টেলিভিশনে প্রচারিত রিয়েলিটি শোর সঞ্চালক হিসেবে প্রতিযোগীদের ‘ইউ আর ফায়ারড’ বলে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া। বিস্তারিত পড়ুন...

ভারতীয়দের কাছে ক্ষমা চাইলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ
ফাইল ছবি: এএফপি

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ নিজ দেশের মানুষের পক্ষ থেকে ভারতের কাছে ক্ষমা চেয়েছেন। ভারত সফররত নাশিদ শুক্রবার বলেছেন, ‘ভারতীয়রা মালদ্বীপকে বয়কট করার ডাক দিয়েছে। তাতে দেশের পর্যটনশিল্পে ব্যাপক প্রভাব পড়েছে। আমি এখন ভারতে রয়েছি। আমি খুবই চিন্তিত, উদ্বিগ্ন। আমি বলতে চাই, যা কিছু ঘটছে তাতে মালদ্বীপবাসী দুঃখিত।’ বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন