সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ মার্চ, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৬, এ পর্যন্ত যা জানা গেল

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বহুতল ভবন। আজ শুক্রবার সকালে
ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪৬–এ পৌঁছেছে। এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এসব তথ্য জানান। এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি আছেন।
বিস্তারিত পড়ুন...

বেইলি রোডে ভবনে আগুন: এত মৃত্যুর কারণ কী, যা বলছেন চিকিৎসকেরা

আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন
ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিদের বেশির ভাগের শরীরে পোড়া দাগ নেই। কারও কারও পোড়া দাগ থাকলেও তা মৃত্যুঝুঁকির মতো মারাত্মক নয়।
বিস্তারিত পড়ুন...

যেসব লক্ষণ দেখলে বুঝবেন বাড়িতে গ্যাস লিকেজ হয়েছে

বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে বা পাইপের মধ্যে উচ্চ চাপে গ্যাস আবদ্ধ করে রাখা হয়
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক গ্যাস আমাদের দৈনন্দিন চাহিদা। এই গ্যাস ঠিকঠাক নিয়ন্ত্রণ না করলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই বাড়িতে গ্যাস লিকেজ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া অতি জরুরি। এ ব্যাপারে আগে থেকে সতর্ক থাকলে এবং কিছু সাবধানতা মেনে চললে প্রাণ ও সম্পদ রক্ষা করা সম্ভব। জেনে নিন কিছু পরামর্শ।
বিস্তারিত পড়ুন...

সিংহ, বাফেলো ও নাগরিকদের কাহিনি

‘প্ল্যানেট আর্থ’-খ্যাত স্যার ডেভিড অ্যাটনবরার ফলোয়ার হয়েছি। এ জন্যই হয়তো ফেসবুকে প্রাণিজগতের ওপর বিভিন্ন ক্লিপস আসে আমার কাছে। সেখানে প্রায়ই দেখি, একদল সিংহ কীভাবে ধাওয়া করে বিচ্ছিন্ন করে ফেলে কোনো বাফেলোকে। ধাওয়া খাওয়া বাফেলো তার বিশাল শিং দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে কিছুক্ষণ। এরপর গলা চেপে ধরা কামড়ে লুটিয়ে পড়ে।
বিস্তারিত পড়ুন...

কুমিল্লাকে বিষাদে ডুবিয়ে বরিশালের প্রথম

প্রথমবার বিপিএল জিতে ট্রফি নিয়ে বরিশালের উদ্‌যাপন
শামসুল হক

আলোর রোশনাই, আতশবাজির বিজয়ধ্বনি—সবই যেন উৎসর্গকৃত ফরচুন বরিশালের বিজয় উদ্‌যাপনে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আঁধার নামিয়ে লাল-নীল-হলুদ আলোর কৃত্রিম নাচন যেন বরণ করে নিচ্ছিল বিপিএলের নতুন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন