সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ মঙ্গলবার। গতকাল সোমবার আলোচিত খবর ছিলো আদালতে আসামির কাঠগড়ায় কাঁদলেন বাবুল আক্তার–সংক্রান্ত খবর। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের বেশ কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

আদালতে আসামির কাঠগড়ায় কাঁদলেন বাবুল আক্তার

স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। অভিযোগ গঠনের শুনানির জন্য সোমবার তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়
ছবি: সংগৃহীত

কান্নাজড়িত কণ্ঠে কারাগারে কষ্টের কথা বলেছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। এ সময় তাঁর চোখে পানি টলটল করছিল। আজ সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে। স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য অন্য আসামিসহ বাবুলকে হাজির করা হয়েছিল। এর আগে মামলার বিচারের সুবিধার্থে বাবুলকে চট্টগ্রাম কারাগারে রাখার জন্য রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করা হয়।

বিস্তারিত পড়ুন...

৪০ জনের নাম খয়রাত করে বিজ্ঞাপন কেন দিতে হলো: ড. ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রী

কাতার সফর নিয়ে আজ সোমবার গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ৪০ বিশ্বনেতার দেওয়া খোলাচিঠি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশে কতগুলো আইন আছে। সে অনুযায়ী সব চলে। কেউ আইন ভঙ্গ করলে শ্রম আদালত সেটা দেখেন। এ ক্ষেত্রে সরকারপ্রধান হিসেবে আমার তো কিছু করার নেই। কাজেই এখানে আমাকেই বা কেন বলা হলো? তাও বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কেন?’

কাতার সফর নিয়ে আজ সোমবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিস্তারিত পড়ুন...

ভারত–পাকিস্তানের চেয়ে হজের খরচ বেশি হওয়ার যে ব্যাখ্যা সরকারের

ফাইল ছবি: রয়টার্স

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে হজে যাওয়ার জন্য খরচ বেশি নেওয়া হচ্ছে। পাকিস্তানে এ বছর হজের খরচ নির্ধারণ করা হয়েছে প্রায় ১৩ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৮৮ হাজার ২৭৫ টাকা। আর ভারতে সরকারিভাবে হজে যেতে ব্যয় হবে চার লাখ রুপির কাছাকাছি অর্থ, বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ টাকার কিছু বেশি। এই দুই দেশের তুলনায় হজে যেতে বাংলাদেশে খরচ হবে দেড় লাখ টাকার বেশি।

বিস্তারিত পড়ুন...

জমি বিক্রি করতে মাগুরায় সাকিব

সাকিব আল হাসান
ফাইল ছবি: প্রথম আলো

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি–টোয়েন্টি আগামীকাল। তার আগে আজ ব্যক্তিগত কাজে নিজ শহর মাগুরা ঘুরে গেলেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সংক্ষিপ্ত সফরে তাঁর সঙ্গে ছিলেন জাতীয় দলের আরও দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও নুরুল হাসান।

সোমবার বেলা একটার দিকে সাকিব সতীর্থ দুই ক্রিকেটারকে নিয়ে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছান। স্থানীয় পুলিশ লাইনস মাঠ থেকে এরপর গাড়িতে করে সাকিব শহরের সৈয়দ আতর আলী রোডের সাবরেজিস্ট্রারের কার্যালয়ে যান।

বিস্তারিত পড়ুন...

১৩০ টাকার ব্রয়লার মুরগি কেন ২৬০ টাকায় কিনতে হচ্ছে

ঢাকার ভোক্তাপর্যায়ে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২৫০ থেকে ২৬০ টাকা। এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা
ফাইল ছবি

ডিম আগে না মুরগি? এ প্রশ্নের সমাধান করতে হলে আমাদের সবার মাথার চুল উঠে যাওয়ার আশঙ্কাই বেশি, কিন্তু মীমাংসায় পৌঁছানো অসম্ভব। দেশে ডিম আর মুরগির উৎপাদন খরচ আর বিক্রির দামে যে বিস্তর ফারাক, তা দেখে ধ্রুপদি সে প্রশ্নই ঘুরেফিরে মাথার ভেতর চক্কর দিচ্ছে। কেউ কি এ প্রশ্নের উত্তর দিতে পারবেন, যে ব্রয়লার মুরগির কেজিপ্রতি উৎপাদন খরচ ১৩০ টাকা, তা বাজার থেকে প্রায় দ্বিগুণ দামে কেন কিনতে হয়? প্রায় দ্বিগুণ কেন, দ্বিগুণই বলতে হচ্ছে; কেননা শুক্রবারের (১০ মার্চ ২০২৩) প্রথম আলোর বাজারদর অনুযায়ী, ঢাকার ভোক্তাপর্যায়ে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২৫০ থেকে ২৬০ টাকা। এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা।

বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন