জমি বিক্রি করতে মাগুরায় সাকিব

সাকিব আল হাসানফাইল ছবি: প্রথম আলো

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি–টোয়েন্টি আগামীকাল। তার আগে আজ ব্যক্তিগত কাজে নিজ শহর মাগুরা ঘুরে গেলেন বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সংক্ষিপ্ত সফরে তাঁর সঙ্গে ছিলেন জাতীয় দলের আরও দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও নুরুল হাসান।

আরও পড়ুন

আজ সোমবার বেলা একটার দিকে সাকিব সতীর্থ দুই ক্রিকেটারকে নিয়ে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছান। স্থানীয় পুলিশ লাইনস মাঠ থেকে এরপর গাড়িতে করে সাকিব শহরের সৈয়দ আতর আলী রোডের সাবরেজিস্ট্রারের কার্যালয়ে যান।

মাগুরা গিয়েছিলেন সাকিব
ফাইল ছবি: প্রথম আলো

আধা ঘণ্টার কাজ শেষে আসেন শহরের কেশব মোড়ের বাড়িতে। সেখানে পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে ও দুপুরের খাবার খেয়ে বেলা তিনটার দিকে আবার হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরেন সাকিব। এ সময় সাকিবের বাড়িতে ক্রিকেটপ্রেমীরা ছবি তুলতে ভিড় জমান।

আরও পড়ুন

ঠিক কী কাজে মাগুরা এসেছিলেন, সে বিষয়ে সাকিব সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে তাঁর বাবা মাশরুর রেজা জানিয়েছেন, তাঁর এবং সাকিবের যৌথ নামে মাগুরা শহরের ভায়না এলাকায় একটি জমি ছিল, যেটি আগেই বিক্রি করা হয়েছে। সেই জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাকিব অল্প সময়ের জন্য মাগুরায় আসেন। তাসকিন ও নুরুল হাসান এসেছিলেন তাঁর সঙ্গে ঘুরতে।