তাসকিন আহমেদ প্রথম ব্রেকথ্রু এনে দেওয়ার পর সাকিব আল হাসান, হাসান মাহমুদরা নিয়মিত আঘাত করে গেছেন। সফরকারীদের সবচেয়ে বড় ক্ষতিটা অবশ্য ৪ ওভারে ১২ রানে ৪ উইকেটের ফিগারে করেছেন মিরাজই।
দলের প্রতিনিধি হয়ে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন জয়ের নায়ক এ অলরাউন্ডার। ম্যাচের মাঝপথে ড্রেসিংরুমের আবহ কেমন ছিল, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধিনায়ক বলেছিলেন, “খুশি হওয়ার কোনো কিছু নেই এখনো। খেলাটা শেষ হলেই আমরা উপভোগ করব।” প্রতিটা মুহূর্তে যেন সিরিয়াস থাকি, আর সবাইকে সমর্থন দিই। ব্যাটিংয়ে গিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেছি।’
ইংল্যান্ড ম্যাচে ব্যাকফুটে চলে গেছে মূলত তাদের ব্যাটিংয়ের সময়ই। বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুটা ভালো হলেও আবারও পথ হারিয়েছে তারা।
প্রতিপক্ষের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে মিরাজ বলেছেন, ‘ওরা কিন্তু শুরুতে খুবই ভালো করেছিল। সাকিব ভাই ও হাসান মাহমুদ ব্রেকথ্রু দিল, আমিও উঠোউঠি উইকেট নিলাম। সেটাই মানসিক দিক দিয়ে ওদের পিছিয়ে দিয়েছে। পরপর উইকেট পড়লে যেকোনো দলের জন্যই কঠিন। সে সময় উইকেটগুলো না পড়লে হয়তো ১৬০ করে ফেলতে পারত ওরা, ভুলগুলো না করলে। আমাদের বোলারদের তাই কৃতিত্ব দিতে হবে। ৬ ওভারে ৫০ রান তোলার পর ১৬০-৭০ তো হতেই পারত। আমরা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছি, সব মিলিয়ে আমাদের বোলাররা ভালো করেছে বেশ।’
ঘুরে দাঁড়ানোর পেছনে বড় একটা অবদান ছিল মিরাজের। প্রথম ম্যাচে না থাকলেও ইংল্যান্ড দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যানের উপস্থিতিতে আজ ফেরানো হয় তাঁকে। সে সুযোগটা দারুণভাবেই কাজে লাগালেন তিনি। মিরাজ খুশি দলের আস্থার প্রতিদান দিতে পেরেই।