সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল সাবেক পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তাঁর পরিবারের নামে বিপুল সম্পদ থাকার অভিযোগের খবরটি। পাশাপাশি বেবিচকের এক কর্মকর্তার ফাইল আটকে ঘুষ নেওয়ার খবরটিতে পাঠকের বেশ আগ্রহ ছিল।  এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

এবার আলোচনায় আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ

আছাদুজ্জামান মিয়া
ছবি: সংগৃহীত

এখন বিপুল সম্পদ অর্জন নিয়ে আলোচনায় এসেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর তিনি অবসরে যান। বিস্তারিত পড়ুন...

তিনি চলেন খেয়ালখুশিমতো, ‘ঘুষ’ চান আম-লিচু-চালও

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের উপপরিচালক (ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন) রাশিদা সুলতানা কর্মক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করেন না। চলেন নিজের খেয়ালখুশিমতো। তিনি ফাইল আটকে ঘুষ নেন। বিস্তারিত পড়ুন...

হিমালয়ে কৃত্রিম হিমবাহ বানিয়ে পানির সমস্যা মেটাচ্ছেন লাদাখের ‘বরফমানব’

গত ৩০ বছরে হিমালয়ের লাদাখ অঞ্চলে তুষারপাতের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এ কারণে হিমালয় এলাকার গ্রামগুলোতে হিমবাহ, অপর্যাপ্ত স্রোত এবং পানির তীব্র সংকট দেখা দিয়েছে
ছবি: এক্স থেকে নেওয়া

আগে যে এলাকায় ব্যাপক চাষাবাদ হতো, এখন সেচের অভাবে আর চাষাবাদ হয় না। এই পরিস্থিতিতে ফসলের খেতে সেচের পানি সরবরাহের জন্য হিমালয়ে কৃত্রিম হিমবাহ তৈরি করছেন একজন স্থানীয় উদ্ভাবক। বিস্তারিত পড়ুন...

‘সেমিফাইনালের একটা জায়গা ফাঁকাই থাক’

নাজমুল হোসেন: অধিনায়ক স্বপ্ন দেখছেন বড় কিছুর
প্রথম আলো

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটাকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মানেন নিজেই। এবার আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন অধিনায়ক হিসেবে। নতুন ভূমিকায় প্রথম বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ দলের সম্ভাবনা, নিজের ক্যারিয়ার ও আরও অনেক বিষয়ে উৎপল শুভ্রকে দেওয়া সাক্ষাৎকারে মনের আগল খুলে দিয়েছেন নাজমুল হোসেন। বিস্তারিত পড়ুন...

সেন্ট মার্টিন ঘিরে কি নিরাপত্তা-হুমকি তৈরি হচ্ছে

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সম্মিলিত অভিযান শুরু হওয়ার পর তা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জন্য নিরাপত্তা-হুমকি তৈরি করেছে। এর ফল হিসেবে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে পর্দার অন্তরালে কি কিছু ঘটছে? এই লেখায় সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন আলী রীয়াজ। বিস্তারিত পড়ুন...