আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের তিন ব্রোঞ্জ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) এবার ৩টি ব্রোঞ্জ ও ৩টি সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। গণিতের ৬৬তম বিশ্ব আসরে বাংলাদেশ দল দলীয়ভাবে মোট ১১৩ নম্বর পেয়েছে। প্রতিটি দেশ থেকে প্রাক্–বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সর্বোচ্চ ছয়জন প্রতিযোগী অংশ নিতে পারে।
খাতা মূল্যায়নের পরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের নিয়ম অনুযায়ী চূড়ান্ত জুরি মিটিং অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় আজ শুক্রবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কুইন্সল্যান্ডের সানসাইন কোস্ট কনভেনশন সেন্টারে এই জুরি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে অংশগ্রহণকারী সব দেশের দলনেতা ও উপদলনেতা অংশ নেয়। এই জুরি মিটিং থেকে নির্ধারণ করা হয় মোট ৪২ নম্বরের মধ্যে এ বছর যারা ৩৫ নম্বরের ওপরে পেয়েছে তাদের স্বর্ণপদক, ২৮ নম্বরের ওপরে রৌপ্যপদক এবং ১৯ নম্বরের ওপরে ব্রোঞ্জপদক দেওয়া হবে।
বাংলাদেশ দলের ফলাফল
চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া ২৪ নম্বর পেয়ে ব্রোঞ্জপদক পেয়েছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাওয়াদ হামীম চৌধুরী ব্রোঞ্জ পেয়েছে ২২ নম্বর পেয়ে। ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান ২১ নম্বর পেয়ে ব্রোঞ্জ পেয়েছে। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতিসহ রাজউক উত্তরা মডেল কলেজের এম জামিউল হোসেন পেয়েছে ১৮, ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান পেয়েছে ১৫, চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী পেয়েছে ১৩ নম্বর।
পদক জয়ের অনুভূতি
ব্রোঞ্জপদক পাওয়া জিতেন্দ্র বড়ুয়া বলে, ‘আমি এ বছর তৃতীয়বারের মতো অংশ নিয়েছি। এটাই শেষবার, এবার আমি আগের চেয়ে ভালো নম্বর পেয়েছি। গণিত অলিম্পিয়াডের এই ব্রোঞ্জপদক নিয়ে আমি ভবিষ্যতে গবেষণা ও উচ্চশিক্ষায় ভালো করার প্রচেষ্টা অব্যাহত রাখব।’ সম্মানজনক স্বীকৃতি পাওয়া এম জামিউল হোসেন বলে, ‘এক মার্কের জন্য ব্রোঞ্জপদক মিস করেছি। একটু মন খারাপ হলেও ভবিষ্যতের জন্য ভালো প্রস্তুতি নেব। আমরা সবাই মিলে ভালো করেছি, এ জন্যও গর্বিত।’
নবীন দলের ভালো পারফরম্যান্স
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলকে তিনটি ব্রোঞ্জপদক পাওয়ার জন্য প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। উল্লেখ করা যেতে পারে, এবার আমাদের দলটি তুলনামূলকভাবে নবীন। এ ছাড়া আমি ডাচ্-বাংলা ব্যাংক, প্রথম আলো, বন্ধুসভা, গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক, গণিত অলিম্পিয়াড কমিটির সহকর্মী এবং আমাদের সব শুভানুধ্যায়ীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।’
বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুবুল আলম মজুমদার বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ফল ভালো হয়েছে। অনেক কঠিন কঠিন প্রশ্ন শিক্ষার্থীরা ভালোভাবেই সমাধান করেছে। আগের চেয়ে দলীয় ফল ভালো হয়েছে।’
১৫ ও ১৬ জুলাই দুই দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জ্যামিতি, কম্বিনেটরিক্স, নাম্বার থিওরি ও বীজগণিতের মোট ৬টি সমাধান করতে হয় দুই দিনে। প্রতিদিন তিনটি সমাধানের জন্য সাড়ে চার ঘণ্টা করে মোট ৯ ঘণ্টা সময় দেওয়া হয়।
বাংলাদেশ দল এবার ২১তম বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে। এবারসহ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এখন পর্যন্ত ১টি স্বর্ণপদক, ৭টি রৌপ্যপদক, ৪০টি ব্রোঞ্জপদক ও ৪৭টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ।
১৪ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয় ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। আজ ১৯ জুলাই সমাপনীর মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।
ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। সেখান থেকে ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়।