সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আজ আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল রমনা বটমূলে বাংলা নববর্ষবরণের প্রস্তুতি। আরও ছিল অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্রের তীরবর্তী বন্ডি শহরের একটি শপিং মলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পাঁচজন নিহতের খবরটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বর্ষবরণে প্রস্তুত রমনা বটমূল, শেষ সময়ের মহড়া

রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ উপলক্ষে ছায়ানটের শেষ মুহূর্তের প্রস্তুতি
ছবি : তানভীর আহাম্মেদ

রমনার বটমূল থেকে গান, কবিতায় বরণ করা হবে বাংলা নতুন বছর ১৪৩১। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। আজ শনিবার সকাল ১০টা থেকে রমনার বটমূলে অনুশীলন করেন সংস্কৃতিচর্চা কেন্দ্র ছায়ানটের শিল্পীরা। ১৭০ জন শিল্পী মঞ্চে দুই ঘণ্টার বেশি সময় ধরে অনুশীলন করেছেন। বিস্তারিত পড়ুন...

আর্থিক প্রতিষ্ঠানে জমানো টাকার অর্ধেকের বেশি কোটিপতিদের

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে যত টাকা জমা আছে, তার অর্ধেকের বেশি কোটিপতিদের অর্থ। গত ডিসেম্বর শেষে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোয় মোট আমানতের পরিমাণ ছিল ৪৪ হাজার ৮৩০ কোটি টাকা, যার মধ্যে ৫৫ শতাংশের বেশি বা ২৪ হাজার ৮৭৬ কোটি টাকা কোটিপতিদের আমানত। বিস্তারিত পড়ুন...

অস্ট্রেলিয়ায় শপিং মলে ছুরিকাঘাতে হামলাকারীসহ নিহত ৭

ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্রের তীরবর্তী বন্ডি শহরের একটি শপিং মলে এক হামলাকারীর ছুরিকাঘাতে ছয়জন নিহত হয়েছেন। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুও আছে। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। বিস্তারিত পড়ুন...

ইরানের হামলার সময়, স্থান নিয়ে বার্তা পেয়েছে যুক্তরাষ্ট্র, অবস্থান নিয়েছে যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ
ছবি: এএফপি

সম্ভাব্য ইরানি হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলো অবস্থান নিয়েছে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিযুক্ত থাকা নিজেদের বাহিনীর সুরক্ষায় এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত পড়ুন...

আইপিএলে ‘টস টেম্পারিং’-এর ভিডিও ভাইরাল

মুম্বাই–বেঙ্গালুরুর এই টস নিয়েই উঠেছে বিতর্ক
বিসিসিআই

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি হয়েছে দুই দিন আগে। কিন্তু সেই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হওয়া একটি বিতর্ক এখনো চলছে। ছড়িয়ে পড়েছে সেই ম্যাচের টসের একটি ভিডিও। যেখানে দেখা যায়, মাটি থেকে টসের কয়েন তোলার সময় ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ সেটি উল্টে ফেলেন। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন